Rohit Sharma Record: টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং কীর্তির শিখরে রোহিত, ছিনিয়ে নিলেন রেকর্ড
ICC Records: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই এখন সবচেয়ে বেশি রান করা ব্যাটার। মার্টিন গাপ্টিলের (Martin Guptill) রেকর্ড ভেঙে দিলেন রোহিত।

মুম্বই: ইঙ্গিত আগে থেকেই ছিল। শুক্রবারই অপেক্ষার অবসান ঘটালেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন মুম্বই ইন্ডিয়ান্সের 'হিটম্যান'। ইনিংস ওপেন করতে নেমে ৪৪ বলে ৬৪ রান করলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। সেই সঙ্গে তিনি গড়লেন এক রেকর্ডও। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই এখন সবচেয়ে বেশি রান করা ব্যাটার। মার্টিন গাপ্টিলের (Martin Guptill) রেকর্ড ভেঙে দিলেন রোহিত।
শুক্রবারের আগে পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার নজির ছিল মার্টিন গাপ্টিলের। নিউজিল্যান্ডের ব্যাটারের ঝুলিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৩৯৯ রান রয়েছে। তালিকার শীর্ষে ছিলেন তিনি।
গাপ্টিলের চেয়ে মাত্র ২০ রানে পিছিয়ে থেকে তালিকায় দুই নম্বরে ছিলেন রোহিত শর্মা। শুক্রবারের আগে পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর সংগৃহীত রান ছিল ৩৩৭৯। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে আর ২১ রান করলেই গাপ্টিলের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করার সুযোগ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের 'হিটম্যান'এর সামনে। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগালেন রোহিত।
🚨 Milestone Alert 🚨
— BCCI (@BCCI) July 29, 2022
Congratulations to #TeamIndia captain @ImRo45 as he becomes the leading run-getter in T20Is (in Men's cricket). 👏 👏
Follow the match ▶️ https://t.co/qWZ7LSCVXA #WIvIND pic.twitter.com/koukfHIR2i
তালিকায় দুইয়ে নেমে গেলেন গাপ্টিল। তিনে কে? তাঁর ব্যাটে এখন রানের খরা। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের গ্রহে তৃতীয় সর্বোচ্চ রান বিরাট কোহলির। ৩৩০৮ রান রয়েছে দিল্লির তারকা ব্যাটারের। সামান্য পিছিয়ে চার নম্বরে রয়েছেন পল স্টার্লিং। আশ্চর্যজনক শোনালেও, আয়ার্ল্যান্ডের হয়ে খেলেন স্টার্লিং। টি-টোয়েন্টি ক্রিকেটে ২৮৯৪ রান রয়েছে তাঁর।
তালিকায় পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে ২৮৫৫ রান রয়েছে ডানহাতি অজি ব্যাটারের।
আরও পড়ুন: ব্যাডমিন্টনে ঝড় সিন্ধু-শ্রীকান্তদের, পাকিস্তানকে দাঁড়াতেই দিল না ভারত


















