Rohit Sharma: খোশমেজাজে রোহিত, সোশ্যাল মিডিয়া পোস্টে মনে করালেন বাজিগর ছবির বিখ্যাত সংলাপ
IND vs WI, Test: ডমিনিকা টেস্টে নিজের টেস্ট কেরিয়ারের ১০ নম্বর সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা। ১০৩ রানের ইনিংস খেলে আউট হতে হয় তাঁকে।
পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত জয়। অধিনায়ক (Captain) হিসেবে কিছুটা স্বস্তিতে তিনি। এমনকী নিজেও সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১০৩ রানের ইনিংস খেলেছেন ডমিনিকায়। চাপ কমেছে ,স্বাভাবিকভাবেই। এবার খোশমেজাজে ধরা দিলেন হিটম্যান। একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে সাদা টি-শার্ট, সাদা শর্টস ও হলুজদ স্লিপার্স পড়়ে রয়েছেন। কানে ফোন। ছবির ক্যাপশন নজর কেড়েছে সবার। বাজিগর ছবিতে জনি লিভারের একটি বিখ্যাত সংলাপ, ''আনারকলিকা ফোন থা, আইসক্রিম খানা জরুরি থা..''। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বড় রান পাননি। দলও হেরেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর থেকেই কিছুটা চাপে ছিলেন রোহিত শর্মা। তাঁর অধিনায়কত্ব ও দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে আপাতত প্রথম টেস্টে জিতে কিছুটা স্বস্তিতে ভারত অধিনায়ক। আগামী ২০ জুলাই শুরু দ্বিতীয় টেস্ট।
View this post on Instagram
কবে ফিরছেন যশপ্রীত বুমরা
সামনের মাসের ১৮ থেকে ২৩ অগাস্ট আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারতীয় দল। ভারতীয় অনুরাগীদের জন্য সুখবর। সেই সিরিজে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আইরিশদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই সম্ভবত জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন দুই তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরা ও শ্রেয়স আইয়ার।
এ বছরই ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেই মেগাটুর্নামেন্টের আগে অবশ্য়ই বুমরাকে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে দেখার জন্য মুখিয় রয়েছেন সকলে। তবে খবর অনুযায়ী ভারতীয় বোর্ড চায় বুমরা জাতীয় দলে ফেরার আগে ম্যাচ ফিটনেসের প্রমাণ দিন। সেই কারণেই এনসিএ-তে তাঁরকে কিছু অনুশীলন ম্যাচ খেলতেও দেখা যেতে পারে।