এক্সপ্লোর
লন্ডন যাচ্ছেন, অস্ত্রোপচার হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলবেন না রোহিত
মুম্বই: উরুর চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন আগেই। এবার আগামী বছরের গোড়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজেও রোহিত শর্মার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভারতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। সেখানে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর অস্ত্রোপচার হতে পারে রোহিতের। সেক্ষেত্রে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
রোহিত বলেছেন, ‘আমি জানি না কতদিন মাঠের বাইরে থাকতে হবে। স্ক্যানের রিপোর্ট চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে। তাঁদের মতামতের উপরেই আমার মাঠে ফেরা নির্ভর করছে। আগামী দু-একদিনের মধ্যেই জানতে পারব অস্ত্রোপচার করতে হবে কি না। অস্ত্রোপচার হলে তিন মাস খেলতে পারব না।’
২৯ অক্টোবর বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে রান নিতে গিয়ে চোট পান রোহিত। সেই চোটের কারণেই তিনি আপাতত মাঠের বাইরে। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছেন রোহিত। তাঁকে হয়তো ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement