এক্সপ্লোর
Advertisement
রোনাল্ডো, মোরিনহো, ওজিলের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ
মাদ্রিদ: লিওনেল মেসি, নেইমারের পর এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসুট ওজিলের বিরুদ্ধেও কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল। ইউরোপের ১২টি সংবাদপত্র একযোগে এই খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, আগামী তিন সপ্তাহ ধরে তদন্ত চলবে। তারপরেই জানা যাবে, রোনাল্ডোদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সত্যি কি না। রোনাল্ডো, মোরিনহোরা অবশ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
জার্মানির একটি সাপ্তাহিক পত্রিকা প্রথম এই কর ফাঁকি সংক্রান্ত তথ্য করে। সেই তথ্য অনুযায়ী ইউরোপের সংবাদপত্রগুলি জানিয়েছে, রোনাল্ডোর বিরুদ্ধে মাত্র ৪ শতাংশ অর্থ কর হিসেবে দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি সুইৎজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে ১৫০ মিলিয়ন ইউরো লুকিয়ে রেখেছেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার মোরিনহোর বিরুদ্ধেও ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে ১২ মিলিয়ন ইউরো লুকিয়ে রাখার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কোচ, ফুটবলাররা কর ফাঁকি দেওয়ার অভিযোগ অস্বীকার করলেও, তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement