এক্সপ্লোর
Advertisement
দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ৮৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
লন্ডন: প্রথম একদিনের ম্যাচে আট উইকেটে হারের পর আজ দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলকে ৮৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। জয়ের নায়ক জো রুট ও লিয়াম প্লাঙ্কেট।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২২ রান করে ইংল্যান্ড। রুট ১১৩ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক ইয়ন মর্গ্যান করেন ৫৩ রান। লোয়ার অর্ডারে ব্যাট করতে নামা ডেভিড উইলিও (৫০) অর্ধশতরান করেন। ওপেনার জেসন রয় করেন ৪০ রান। এর ফলেই বড় স্কোর করতে সক্ষম হয় ইংল্যান্ড। প্রথম ম্যাচে ৬ উইকেট নেওয়া কুলদীপ যাদব এই ম্যাচে ৩ উইকেট নিলেও ৬৮ রান দেন।
বড় রান তাড়া করতে নেমে ভারতীয় দলের ইনিংসের শুরুটা খারাপ করেননি দুই ওপেনার রোহিত শর্মা (১৫) ও শিখর ধবন (৩৬)। রোহিত ফিরে যাওয়ার পর তিন নম্বরে নামা অধিনায়ক বিরাট কোহলি করেন ৪৫ রান। লোকেশ রাহুল (০) অবশ্য রান পাননি। সুরেশ রায়না (৪৬) ও মহেন্দ্র সিংহ ধোনি (৩৭) রান করেন। হার্দিক পাণ্ড্য করেন ২১ রান। ভারতীয় দল ২৩৬ রানে অলআউট হয়ে যায়। প্লাঙ্কেট ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ডেভিড উইলি ও আদিল রশিদ দু’টি করে উইকেট নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
খবর
Advertisement