RR vs CSK Preview: স্টোকস-চাহারকে নিয়ে উদ্বেগে সিএসকে, জোড়া হারের ধাক্কা কাটাতে পারবে রাজস্থান?
IPL 2023: এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুই দলের। শেষ পর্যন্ত চেন্নাই ম্যাচ হারলেও, নাটকীয় পরিস্থিতিতে প্রায় জিতিয়ে দিচ্ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি।

জয়পুর: পনেরো বছর আগের কথা। প্রথম আইপিএলের (IPL) ফাইনাল খেলেছিল এই দুই দল। পনেরো বছর পর ফের এক আইপিএলে ফাইনালে মুখোমুখি হওয়ার মতো সম্ভাবনা তৈরি করেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস (CSK vs RR)। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিএসকে। তিন নম্বরে রয়েছে রাজস্থান। আজ আইপিএলে মুখোমুখি হচ্ছে এই দুই দল। যে দলই জিতবে, প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।
তবে আইপিএলের মাঝপথে পরপর দুই ম্যাচ হেরে বসেছে রাজস্থান। সঞ্জু স্যামসনরা তাই দ্বিতীয় দফায় সিএসকে-র সঙ্গে সাক্ষাতে বেশ চাপেই থাকবেন। ইমপ্যাক্ট প্লেয়ারের স্ট্র্যাটেজি নিয়েও নতুন করে ভাবতে হবে রাজস্থানকে। আগের ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় কোনও ব্যাটার রাখেনি রাজস্থান। প্রয়োজন পড়লেও তাই কাউকে নামানোর জায়গা ছিল না। জেসন হোল্ডারকে ব্যাটার হিসাবে ব্যবহার করার কৌশলও সাজাতে হবে স্যামসনদের। ৭ ম্যাচে মাত্র ২ বল ব্যাট করার সুযোগ পেয়েছেন হোল্ডার। প্রত্যেক ম্যাচেই তাঁর আগে নামানো হচ্ছে আর অশ্বিনকে। আগের ম্যাচে ২ বলে ১০ রান চাই, এরকম পরিস্থিতিতেও হোল্ডারকে না পাঠিয়ে অনভিজ্ঞ আব্দুল বশিষ্ঠের ওপর ভরসা রেখেছে দল।
অন্যদিকে, চেন্নাই সুপার কিংসকে চিন্তায় রাখবে বেন স্টোকস ও দীপক চাহারের অনুপস্থিতি। দুজনের কেউই এখনও ফিট নন। সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, সুস্থ হয়ে ওঠার পথে ফের একটা চোটের সমস্যা দেখা দিয়েছে স্টোকসের।
আরও পড়ুন: স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?
বৃহস্পতিবারের ম্যাচ জয়পুরে। রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে। এখনও পর্যন্ত যে কটি ম্যাচ খেলা হয়েছে এই মাঠে, তাতে এক একটি ছক্কা হয়েছে ২৯.৭ বলের ব্যবধানে। যে নজির আইপিএলের আর কোনও কেন্দ্রে নেই। সিএসকে-র হয়ে দুরন্ত ছন্দে থাকলেও, রাজস্থানের দুই ওপেনিং বোলার, ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মার বিরুদ্ধে রুতুরাজ গায়কোয়াড়ের স্ট্রাইক রেট একশোরও কম। যা সিএসকে শিবিরকে চিন্তায় রাখবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
