এক্সপ্লোর
Advertisement
সরকারের দেওয়া বিএমডবলু বিক্রির চেষ্টা, বিতর্কে রাশিয়ার অ্যাথলিট
মস্কো: রিও অলিম্পিকে পদক পাওয়া বেশ কয়েকজন অ্যাথলিটকে বিএমডবলু গাড়ি উপহার দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তারই মধ্যে একটি গাড়ি বিক্রি করার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কে বিজ্ঞাপন দিয়েছিলেন, সেটা এখনও জানা যায়নি। যদিও রাশিয়ার একটি সংবাদসংস্থার দাবি, রিও অলিম্পিকে পদক জয়ী এক অ্যাথলিটই গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। তিনি গাড়িটিকে উপযুক্ত বলে মনে করেননি। কিছুক্ষণ পরেই সেই বিজ্ঞাপন তুলে নেওয়া হয়েছে। তবে তাতে বিতর্ক থামছে না।
ওই বিজ্ঞাপনে গাড়ির যে ছবি দেওয়া হয়েছিল, তাতে দেখা যাচ্ছে, এখনও স্টিকার খোলা হয়নি। দাম রাখা হয়েছিল ৭২ হাজার ডলার। কিন্তু বিজ্ঞাপনদাতা সেই বিজ্ঞাপন প্রত্যাহার করে নেওয়ায় গাড়ি বিক্রি হল কি না, সেটা এখনও স্পষ্ট নয়।
বিতর্ক উস্কে দিয়েছেন ফিগার স্কেটার ম্যাক্সিম ত্রানকভ। ২০১৪ সালের শীতকালীন অলিম্পিকে সোনা জিতে তিনি পুরস্কার হিসেবে মার্সিডিজ বেঞ্জ গাড়ি উপহার পেয়েছিলেন। সেই ত্রানকভ ট্যুইটারে লিখেছেন, ‘কেউ কি ভাবেনি যে এই গাড়ির জন্য কর দিতে হবে অ্যাথলিটদের? শুধু তাই নয়, অ্যাথলিটদের যা রোজগার, তাতে গাড়ি চড়া সহজ নয়। আমিও পারলে নিজের গাড়িটা বিক্রি করে দেব। সবাই কি মনে করেন ফুটবলার, হকি খেলোয়াড় বা টেনিস খেলোয়াড়দের মতো টাকা পায়?’
জিমন্যাস্ট সেদা তুতখালিয়ান বলেছেন, তাঁর পক্ষেও বিএমডবলু গাড়ি চালানো সম্ভব হবে না। কারণ, তাঁর বয়স ১৭ বছর। তিনি লাইসেন্স পাবেন না।
রাশিয়ার আর্থিক পরিস্থিতি ভাল না। পেনশন দেওয়া সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য পরিষেবাও দেওয়া সম্ভব হচ্ছে না নাগরিকদের। এই সময় অ্যাথলিদটের পুরস্কার দেওয়ার জন্য সরকারি তহবিল থেকে বিপুল অর্থ খরচের সমালোচনায় মুখর রাশিয়ার মানুষ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement