Sara Tendulkar: পথ চলা শুরু সারার নতুন স্টুডিওর, ফিতে কেটে উদ্বোধন করলেন সচিন, পাশে স্ত্রী ও হবু পুত্রবধূও
Sara Tendulkar Update: সারার নতুন স্টুডিওর নাম পিলাটেস অ্যাকাডেমি। বাবা ও মা-কে নিয়ে এদিন নিজের স্টুডিওর ফিতে কেটে উদ্বোধন করেন সারা। সচিনই ফিতে কাটেন।

মুম্বই: বাবা বিশ্ববিখ্যাত ক্রিকেটার। ভাই অর্জুনও সেই পথই এগিয়েছেন। কিন্তু তিনি কখনওই বাবার মত ক্রিকেট খেলার ইচ্ছে প্রকাশ করেননি। বরং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যেই এগিয়েছেন বরাবর। সেই পথে সায় দিয়েছেন বাবা সচিন তেন্ডুলকরও। এবার সারা তেন্ডুলকর নিজের নতুন স্টুডিও চালু করলেন। বিশেষ শরীরচর্চা ও যোগব্যায়ামের। মেয়ের এই স্বপ্নপূরণের দিনে পাশে ছিলেন সচিন ও তাঁর স্ত্রী অঞ্জলি।
সারার নতুন স্টুডিওর নাম পিলাটেস অ্যাকাডেমি। বাবা ও মা-কে নিয়ে এদিন নিজের স্টুডিওর ফিতে কেটে উদ্বোধন করেন সারা। সচিনই ফিতে কাটেন। ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও সারার কিছু বান্ধবীরা ছিলেন।
নিজের সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। গর্বিত বাবা তিনি। সে কথাই নিজের সোশ্যাল মিডিয়ায় লিখে মাস্টার ব্লাস্টার জানিয়েছেন, ''বাবা, মা হিসাবে আপনারা সব সময় চান আপনাদের সন্তান নিজের ভালবাসা নিয়ে এগিয়ে যাক। সারার এই স্টুডিয়ো আমাদের হৃদয়ে গেঁথে থাকা সেই বিশেষ মুহূর্ত। কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে এই যাত্রা সারা একাই করেছে। প্রতিটা ইঁট ও একাই গেঁথেছে। আমাদের জীবনে শরীরচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ও। সারা, আমরা গর্বিত। তোমারে আগামী দিনের শুভেচ্ছা।''
View this post on Instagram
এদিন সারার এই বিশেষ দিনে দেখা যায়নি অর্জুন তেন্ডুলকরকে। কিন্তু ছিলেন তাঁর বাগদত্তা সানিয়া চান্দোক। সচিনের পোস্ট করা ছবিতে সানিয়াকে হবু শ্বশুর, শাশুড়ির সঙ্গে দেখা যাচ্ছে।






















