IML 2025 Final : সচিনের নেতৃত্বে উদ্বোধনী মাস্টার্স লিগেই কিস্তিমাত ভারতের, ক্যারিবিয়ানদের হারিয়ে ফাইনালে জয়; ফিরল পুরনো দিন
India Masters : ১৪৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে ভারত। ব্যাট হাতে পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন সচিন।

রাইপুর : উদ্বোধনী ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগেই কিস্তিমাত ভারতের। অস্ট্রেলিয়া মাস্টার্স-দের হারিয়ে ফাইনালের দরজা করে নিয়েছিল কিংবদন্তি সচিন তেন্ডুলকর নেতৃত্বাধীন ইন্ডিয়া মাস্টার্সরা। অন্যদিকে, ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সরা শ্রীলঙ্কা মাস্টার্সকে হারিয়ে ফাইনালের দরজা খুলে নেয়। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অনায়াসে জয় ছিনিয়ে নিল ইন্ডিয়া মাস্টার্স। 'বুড়ো হাড়ে ভেল্কি' দেখালেন সচিন। নজর কাড়লেন আম্বাতি রায়ডু।
প্রথমে ব্যাট করে ৭ উইকেট খুইয়ে ১৪৮ রান তোলে ব্রায়ান লারা ব্রিগেড। ভারতের হয়ে বল হাতে ভেল্কি দেখান বিনয় কুমার ও শাহবাজ নাদিম। ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বিনয়। অন্যদিকে, ৪ ওভার বল করে ১টি মেডেন নিয়ে, ১২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন শাহবাজ।
১৪৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে ভারত। ব্যাট হাতে পুরনো দিনের কথা মনে করিয়ে দিলেন সচিন। সেই স্টাইলিস্ট শটে মাতিয়ে দেন দর্শকদের। ১৮ বলে ২৫ রানের মূল্যবান ইনিংস খেলে যান তিনি। এর মধ্যে ২টি চার ও ১টি ছক্কা ছিল। এরপর ব্যাট হাতে বাকি কাজ সম্পূর্ণ করেন আম্বাতি। ৫০ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস ৯টি চার ও ৩টি ছক্কা সহযোগে সাজানো। যুবরাজ সিংহ ১৩ নটআউট ও স্টুয়ার্ট বিনির ১৫ নটআউট ইনিংসে ভর করে ১৭.১ ওভারেই ম্যাচ বের করে নেয় ভারত।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নেমে পুরনো স্মৃতি উস্কে দেন লারা। কিন্তু, ব্যক্তিগত ৬ রানের মাথায় বিনয় কুমারের বলে ফিরে যান তিনি। নিজেকে মেলে ধরেন ডোয়েন স্মিথ। ৪৫ রান করে দলকে লড়াইয়ের জায়গায় নিয়ে যান। ৬টি চার ও ২টি ছক্কার সহযোগে সাজানো তাঁর ইনিংস। তাঁর উইকেট তুলে নেন নাদিম। মিডল অর্ডারের নিজেদের মেলে ধরতে পারেনি ক্যারিবিয়ানরা। সাইমন্স ও ডেনেশের মধ্যে সংক্ষিপ্ত পার্টনারশিপ গড়ে ওঠে। ৪১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন সিমন্স। শেষমেশ ১৪৮ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স ১৪৮/৭ (লেন্ডেল সিমন্স ৫৭, ডোয়েন স্মিথ ৪৫; বিনয় কুমার ৩/২৬, শাহবাজ নাদিম ২/১২)
ইন্ডিয়া মাস্টার্স ১৪৯/৪ (আম্বাতি রায়ুডু ৭৪, সচিন তেন্ডুলকর ২৫, স্টুয়ার্ট বিনি অপরাজিত ১৬; অ্যাশলে নার্স ২/২২)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
