Sachin Instagram Post: প্রথম সেঞ্চুরির বর্ষপূর্তি, ইনস্টাগ্রামে আবেগপ্রবণ পোস্ট সচিনের
১৯৯০ সালের আজকের দিনেই প্রথম সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকর। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে অপরাজিত ১১৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই স্পেশাল দিনটির স্মৃতিতে ডুব দিলেন সচিন।
মুম্বই: কেরিয়ারের প্রথম শতরান। স্বাভাবিকভাবেই সব ক্রিকেটারের কাছেই এই মুহূর্তটি ভীষণভাবে স্পেশাল। সচিন তেন্ডুলকরের কাছেও তাঁর ব্যতিক্রম হয়নি। আজ থেকে ২১ বছর আগে আজকের দিনেই কেরিয়ারের প্রথম শতরান হাঁকিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। ১৯৯০ সালের আজকের দিনেই প্রথম সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকর।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে অপরাজিত ১১৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই স্পেশাল দিনটির স্মৃতিতে ডুব দিলেন সচিন। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপিংসও পোস্ট করেছেন তিনি। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৬ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিল সচিনের। তার পরের বছর কেরিয়ারের প্রথম শতরান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ২০১৩ সালে আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানান সচিন। ২৪ বছরের কেরিয়ারে ১০০ সেঞ্চুরির মালিক হয়েছেন সচিন।
ওল্ড ট্র্যাফোর্ডে যে ম্যাচে সচিন প্রথম শতরান হাঁকিয়েছিলেন তাঁর কেরিয়ারের। তা শুরু হয়েছিল অগাস্টের ৯ তারিখ থেকে। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে দুরন্ত ইনিংস খেলেছিলেন সচিন। ১১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। সেটি ছিল সচিনের কেরিয়ারের ৯ নম্বর টেস্ট। আর ১৬ তম ইনিংস। সেই ইনিংসে ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে ১৮৯ বলের ইনিংসে নিজে ১৭টি বাউন্ডারি হাঁকান মাস্টার ব্লাস্টার। প্রথম ইনিংসেও দুর্দান্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন সচিন। ৬৮ রানের ইনিংস খেলেন তিনি।
সেই ম্যাচটি যদিও ড্র হয়েছিল। ইংল্য়ান্ড তাঁদের প্রথম ইনিংসে বোর্ডে ৫১৯ রান তুলেছিল। তার বদলে প্রথম ইনিংসে ভারত ৪৩২ রান বোর্ডে তুলে নেয়। দ্বিতীয় ইনিংসে ইংল্য়ান্ড ৪ উইকেট হারিয়ে বোর্ডে ৩২০ রান তুলে ইনিংস ডিক্লেয়ার দিয়ে দেয়। জবাবে সচিনের ইনিংসের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ৩৪৩ রান তুলে নেয়। উল্লেখ্য, নিজের টেস্ট কেরিয়ারে ২০০ ম্যাচে ৫১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন সচিন। এছাড়াও ৪৬৩ ওয়ান ডে ম্যাচে ৪৯টি শতরান হাঁকান মাস্টার ব্লাস্টার।