এক্সপ্লোর
ছদ্মবেশে রোজা দেখতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন, পুরো সিনেমা না দেখেই ফিরতে হয়েছিল, জানালেন সচিন

মুম্বই: সচিন তেন্ডুলকর-ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা জনপ্রিয় তারকা। ক্রিজে নামলে তাঁকে যেনতেন প্রকারেণ আউট করাই ছিল বিপক্ষ দলের লক্ষ্য। অন্যদিকে, তিনিই ক্রিজে থাকুন, এমনই চাইতেন ভারতীয় দলের সমর্থকরা। সচিনের খেলা মানেই একটা সময় ছিল ভারতীয় দলের জয়ের আশা। রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত সচিন ব্যাটিং করলে। এই তুমুল জনপ্রিয়তার মাশুলও দিতে হয়েছে। কেরিয়ারের শুরুর দিকে একবার ছদ্মবেশে সিনেমা দেখতে গিয়েও বিপাকে পড়েছিলেন তিনি। লোকে চিনে ফেলায় সিনেমার অর্ধেক বাকি থাকতেই ফিরে আসতে হয়েছিল তাঁকে। সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন মাস্টার ব্লাস্টার। তিনি বলেছেন, সালটা সম্ভবত ১৯৯৪। আমরা রোজা সিনেমা দেখার সিদ্ধান্ত নিই। অঞ্জলি, ওর বাবাও ছিলেন। আর কয়েকজন বন্ধু। আমরা ওরলির কোনও একটা হলে যাই। আমি সানগ্লাস পরেছিলাম। সেইসঙ্গে নকল দাড়ি। কিন্তু হলে আমার সানগ্লাস খুলে পড়ে যায়। একটা লেন্স ভেঙে যায়। আমি সেটা কুড়িয়ে নিয়ে পরে ফেলি। মুখ নিচু করেই বসেছিলাম। কিন্তু এরপরও সবাই চিনতে পেরে গেল। সিনেমা হল ছেড়ে চলে আসতে হল আমাদের। মহেন্দ্র সিংহ ধোনির মধ্যে ভালো অধিনায়ক হওয়ার গুণ তিনি চিনতে পেরেছিলেন কীভাবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, স্লিপে ফিল্ডিংয়ের সময় আমি ফিল্ডিং পজিশন সম্পর্কে ধোনির সঙ্গে আলোচনা করতাম। আমি আমার মত জানাতাম। পরে ও। এভাবে সারা ম্যাচেই কথাবার্তা বলতাম। এই কথাবার্তা থেকেই বুঝতে পারি যে, ভালো অধিনায়ক হওয়ার দক্ষতা রয়েছে ওর মধ্যে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















