Sachin Tendulkar: লর্ডসে চাঁদের হাট! কার জোকস শুনে মজে গেলেন তেন্ডুলকর ?
Lords Cricket Stadium: সচিনের সঙ্গে দেখা হয়ে যায় প্রাক্তন কয়েকজন মহাতারকার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সচিন।
লন্ডন: লর্ডসে চাঁদের হাট। ভারত-ইংল্যান্ড ক্রিকেটীয় দ্বৈরথ দেখতে হাজির হয়েছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো কিংবদন্তিরা। সেখানেই সচিনের সঙ্গে দেখা হয়ে যায় প্রাক্তন কয়েকজন মহাতারকার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সচিন।
শনিবার সচিন ফেসবুকে স্যার গ্যারি সোবার্স ও ফারুখ ইঞ্জিনিয়ারের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'ক্রিকেট দেখার জন্য অনবদ্য জায়গা লর্ডস। এখানকার পরিবেশ ও রোমাঞ্চ তারিয়ে তারিয়ে উপভোগ করার মতো। আর সেটা যদি সস্ত্রীক সোবার্স, সস্ত্রীক ইঞ্জিনিয়ার, ক্লেয়ার কোনর ও পঙ্কজ খিমজির মতো মানুষের সঙ্গে কাটানো যায়, তার চেয়ে ভাল কিছু হতেই পারে না।' সচিন আরও লেখেন, 'আর মিস্টার ইঞ্জিনিয়ারের জোকস যে কী অসম্ভব উপভোগ্য ছিল, বলার নয়।'
View this post on Instagram
এদিকে, ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা মনে করেন, খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য সচিনের পরামর্শ নেওয়া উচিত বিরাট কোহলির। জাডেজার মতে, বিরাটের মুশকিল আসান করতে পারেন ভারতীয় কিংবদন্তি সচিন। ধারাভাষ্য দিতে গিয়ে জাডেজা বলেন, “আমি আট মাস আগেও এটাই বলেছি যে, বিরাট কোহলির সমস্যাটা ঠিক কোন জায়গায়, সেটা বুঝে নিয়ে সমাধানের উপায় বলে দিতে পারেন সচিন তেন্ডুলকরই। তিনিই পারবেন বিরাটকে সাহায্য করতে। ওদের একসঙ্গে কোথাও বসে খাওয়া-দাওয়া করা দরাকার। এবং এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার।”
আরও পড়ুন: স্পনসরশিপের লোভেই কোহলিকে বাদ দিচ্ছে না বিসিসিআই! বিস্ফোরক ইংল্যান্ডের প্রাক্তনী