এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে, এবার জন্মদিন পালন না করার সিদ্ধান্ত সচিনের
২৪ এপ্রিল দিনটার গুরুত্ব ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে অপরিসীম। কারণ, এই দিনটাই ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তথা সবচেয়ে বড় সুপারস্টার সচিন তেন্ডুকরের জন্মদিন।
মুম্বই :২৪ এপ্রিল দিনটার গুরুত্ব ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে অপরিসীম। কারণ, এই দিনটাই ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তথা সবচেয়ে বড় সুপারস্টার সচিন তেন্ডুকরের জন্মদিন। প্রত্যেক বছরই সচিনের জন্মদিন সাড়ম্বরে পালিত হয়। কিন্তু এবার হবে না। কারণ,আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক তাঁর জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামীকাল শুক্রবার ৪৭ বছর পূর্ণ করবেন মাস্টার-ব্লাস্টার। কিন্তু চলতি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জন্মদিন পালনে মন নেই তাঁর। সারা দেশ তথা বিশ্বই অতি সংক্রামক করোনাভাইরাস সংকটের মোকাবিলা করছে।
সচিনের ঘনিষ্ঠ সূত্রে সংবাদসংস্থাকে জানানো হয়েছে যে, ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ এবার জন্মদিন পালন করবেন না। সংকটের এই সময়ে যে চিকিত্সক, নার্স, প্যারা-মেডিক, পুলিশ কর্মী ও নিরাপত্তাবাহিনী সামনের সারিতে লড়াই করছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই তাঁর এই সিদ্ধান্ত।
এর আগে করোনাভাইরাস মোকাবিলায় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সচিন। গতমাসে প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ করে টাকা দান করেছেন। এছাড়াও অন্যান্য ধরনের ত্রাণ কাজেও সহায়তা দিয়েছেন তিনি।
সচিন তাঁর জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিলেও তাঁর অনুরাগীদের উত্সাহ ও উদ্দীপনায় বাধ সাধা খুবই মুশকিল। বিভিন্ন ফ্যান ক্লাব বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানকে নিজেদের মতো করে জন্মদিনের শুভেচ্ছা জানাতে প্রস্তুত।
একটি ফ্যান ক্লাব সচিনের ৪০ টি দুর্লভ ছবি প্রকাশ করবে। অন্য একটি ফ্যান ক্লাব আবার বিগত বছরগুলিতে সচিনের সামাজিক কার্যাবলীর তালিকা প্রকাশ করবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement