এক্সপ্লোর
রিওতে ভারতীয় অ্যাথলিটদের সমর্থনের জন্য দেশবাসীকে ধন্যবাদ সচিনের
![রিওতে ভারতীয় অ্যাথলিটদের সমর্থনের জন্য দেশবাসীকে ধন্যবাদ সচিনের Sachin Thanks Countrymen For Supporting Indian Athletes In Rio রিওতে ভারতীয় অ্যাথলিটদের সমর্থনের জন্য দেশবাসীকে ধন্যবাদ সচিনের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/19165845/SachinTendulkar_Rio-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রিও অলিম্পিকে যোগ দেওয়া ভারতীয় অ্যাথলিটদের সমর্থন করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানালেন সচিন তেন্ডুলকর। এবারের অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত বলেছেন, ‘কয়েকটি ইভেন্টে আমাদের প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি। কিন্তু খেলায় উত্থান-পতন থাকেই। আমাদের অ্যাথলিটদের পাশে থাকা এবং তাঁদের সমর্থন করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি।’
অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বড় দল পাঠিয়েও এখনও পর্যন্ত ভারত মাত্র দুটি পদক নিশ্চিত করেছে। সাক্ষী মালিক প্রথম পদক পাওয়ার আগে পর্যন্ত ভারতীয় অ্যাথলিটদের সমালোচনা চলছিল দেশজুড়ে। সেই সময়ও অ্যাধথলিটদের পাশে ছিলেন সচিন। তিনি নিশ্চিত ছিলেন, ভারতীয়রা পদক পাবেন। তাঁর আশা পূরণ হওয়ার পর ক্রিকেটের কিংবদন্তি বলেছেন, সময় যখন খারাপ যায় তখন সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে হবে। অ্যাথলটিদের সমর্থন করে গেলেই সেটা হতে পারে।
এবারের অলিম্পিক থেকে প্রথম পদক এনে দেওয়ার জন্য সাক্ষীর প্রশংসা করে সচিন বলেছেন, এই সাফল্যে তিনি খুব খুশি হয়েছেন। ব্যাডমিন্টনের ফাইনালে পিভি সিন্ধুর সাফল্য কামনা করে তাঁর জন্য প্রার্থনা করছেন সচিন। তিনি এই খেলা দেখার জন্য মুখিয়ে আছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)