SAFF Championship 2023: ম্যাচের মাঝেই ঝামেলায় ভারত ও কুয়েতের তারকারা, স্টিমাচসহ লাল কার্ড দেখলেন তিন
India vs Kuwait: সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও কুয়েতের ম্যাচ ১-১ স্কোরলাইনে ড্রয়ে শেষ হয়।
বেঙ্গালুরু: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল ভারত ও কুয়েত দুই দলই। আপাত অর্থে তাই মঙ্গলবার (২৭ জুন) কান্তিরাভা স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত ও কুয়েত। কিন্তু সেই ম্যাচেরই শেষের দিকে দৃষ্টিকটু ঘটনার সাক্ষী হয়ে থাকলেন সমর্থকরা। ম্যাচের শেষ মুহূর্তে ঝামেলায় জড়িয়ে পড়লেন দুই দলের তারকারা। লাল কার্ড দেখলেন তিন তিনজন।
ম্যাচে ঝামেলা
ঘটনার সূত্রপাত ম্যাচের ৬৪ মিনিটে। ভারতীয় কোচ ইগর স্টিমাচ খেলায় বিঘ্ন ঘটিয়ে বল হাতে তুলে নেওয়ায় হলুদ কার্ড দেখেন। শেষ ১০ মিনিটে ভারতীয় দল ১-০ লিড বাঁচানোর লক্ষ্যে মরিয়া হয়ে ডিফেন্ড করছিল। সেইসময়ই টাইচলাইনে অত্যাধিক আগ্রাসনের জন্য লাল কার্ড দেখেন ভারতীয় কোচ স্টিমাচ। ভারতীয় দলের তারকা ফুটবলার রহিম আলি মেজাজ হারিয়ে কুয়েতের আল খালাফকে ধাক্কা দেওয়ায় লাল কার্ড দেখেন। আল খালাফ সাহাল আব্দুল সামাদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলার চেষ্টায় করাতেই জবাবে রহিম আলি তাঁকে ধাক্কা দেন। শেষমেশ রহিম ও আল খালাফি, দুইজনকেই লাল কার্ড দেখান রেফারি।
More chaos after Sahal is left in a heap as Kuwait try to get the ball back after a foul call. The coaching staff is involved in it as well before the ref breaks it up, but Rahim Ali is sent off! pic.twitter.com/owoXhieEfl
— Anantaajith Raghuraman (@anantaajith) June 27, 2023
ম্যাচের হালহকিকত
সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2023) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কঠিন প্রতিপক্ষ কুয়েতের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল (India vs Kuwait)। গোটা ম্যাচ জুড়েই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন সমর্থকরা। তবে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও দুর্ভাগ্যবশত শেষমেশ এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল সুনীল ছেত্রীদের (Sunil Chhetri)। ১-১ ড্রয়ে শেষ হল ম্যাচ। গোল করেও দলকে জেতাতে পারলেন না সুনীল ছেত্রী। এই ড্রয়ের ফলে গ্রুপ 'বি'-র শীর্ষে শেষ করার সুযোগও হাতছাড়া করলেন ব্লু টাইগার্সরা।
প্রথমার্ধের ইনজুরি টাইমে অনিরুদ্ধ থাপার কর্নার থেকে সাইড ভলিতে গোল করেন ছেত্রী। গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে গোল করার চেষ্টা করেও গোল করতে পারেনি কুয়েত। ম্যাচের শেষ মিনিটে ম্যাচের ৯২তম মিনিটে শেষমেশ গোল হজম করতে হয় ভারতকে। আব্দুল্লার ক্রস আনোয়ার আলির পায়ে লেগে অমরিন্দরের মাথার উপর দিয়ে চলে যায়। ভারতীয় গোলরক্ষকের কাছে বল বাঁচানোর আর কোনও সুযোগ ছিল না। হতাশাজনকভাবে এই আত্মঘাতী গোলের জেরেই ভারতকে ১-১ ম্যাচ ড্র করেই খুশি থাকতে হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?