গ্রেড এ + : ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহালির মাইনেবেড়েছে ৩৫০ শতাংশ। শিখর ধবনের বেড়েছে ১৪০০ শতাংশ। রোহিত শর্মার মাইনে বাড়ল ৭০০ শতাংশ। তাঁরা সবাই এই গ্রুপে রয়েছেন। তাঁরা ছাড়াও এই গ্রুপে রয়েছেন ভূবনেশ্বর কুমার। জসপ্রিত বুমরা।
5/7
ভারতের সিনিয়র মহিলা ক্রিকেটারদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রেড এ (৫০ লক্ষ টাকা), গ্রেড বি (৩০ লক্ষ টাকা) এবং গ্রেড সি (১০ লক্ষ টাকা)। গ্রেড এ-তে রয়েছেন মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানা। গ্রেড বি-তে রয়েছেন- পুনম যাদব, বেদা কৃষ্ণমূর্তি, রাজেশ্বরী গায়কোয়াড়, একতা বিশত, শিখা পান্ডে, দীপ্তি শর্মা।
6/7
ভারতের সিনিয়র পুরুষ ও মহিলা ক্রিকেটারদের নয়া বেতন কাঠামো এবং চুক্তি তালিকা ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয় দলের সিনিয়র প্লেয়ারদের যে মাইনে বাড়বে, তা আগে থেকেই নিশ্চিত ছিল। আর বিসিসিআই যে তালিকা জারি করেছে, তাতে দেখা গিয়েছে কোনও কোনও ক্রিকেটারের মাইনে বেড়েছে কয়েকশ গুণ।
7/7
এবার ক্রিকেটারদের চারটি গ্রুপে ভাগ করে বেতন কাঠামোর বিন্যাস ঘটানো হয়েছে। এই চারটি গ্রুপ হল- গ্রেড এ + (মাইনে ৭ কোটি টাকা), গ্রেড এ (মাইনে পাঁচ কোটি), গ্রেড বি (মাইনে তিন কোটি), গ্রেড সি (এক কোটি টাকা)। এই তালিকা অনুযায়ী কোন ক্রিকেটার কোন গ্রুপে রয়েছেন , তা দেখে নেওয়া যাক এক নজরে।