ভারতের সিনিয়র মহিলা ক্রিকেটারদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রেড এ (৫০ লক্ষ টাকা), গ্রেড বি (৩০ লক্ষ টাকা) এবং গ্রেড সি (১০ লক্ষ টাকা)। গ্রেড এ-তে রয়েছেন মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানা। গ্রেড বি-তে রয়েছেন- পুনম যাদব, বেদা কৃষ্ণমূর্তি, রাজেশ্বরী গায়কোয়াড়, একতা বিশত, শিখা পান্ডে, দীপ্তি শর্মা।