এক্সপ্লোর
Advertisement
মহিলা টি ২০ বিশ্বকাপে পাক স্কোয়াড থেকে বাদ পড়ার পর সানা মিরের তীর্যক ট্যুইট
আগামী মাসে অস্ট্রেলিয়ায় মহিলাদের টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের দলে জায়গা পেলেন না সানা মীর। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার সানাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। মুখ্য নির্বাচক উরুজ মুমতাজ বলেছেন, সানাকে স্কোয়াডে না রাখার টিম ম্যানেজমেন্টের কাছে ছিল খুবই কঠিন কাজ।
করাচি: আগামী মাসে অস্ট্রেলিয়ায় মহিলাদের টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের দলে জায়গা পেলেন না সানা মীর। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার সানাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। মুখ্য নির্বাচক উরুজ মুমতাজ বলেছেন, সানাকে স্কোয়াডে না রাখার টিম ম্যানেজমেন্টের কাছে ছিল খুবই কঠিন কাজ। কিন্তু এই উদ্যোগ উঠতি ক্রিকেটারদের প্রেরণাদায়ক হিসেবে কাজ করা উচিত।
৩৪ বছরের সানা পাকিস্তানের মহিলা ক্রিকেট দলকে টি ২০ এবং ৫০ ওভার-উভয় বিশ্বকাপেই নেতৃত্ব দিয়েছেন। টিম ম্যানেজমেন্টের তাঁকে টি ২০ বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সানা খুব একটা ভালোভাবে নিতে পারেননি বলেই মনে করা হচ্ছে।
টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের পর গত রবিবার সানা একটি ট্যুইট করেন। তাঁর ওই ট্যুইট ঘিরে বেশ জল্পনা ছড়িয়েছে পাক ক্রিকেট মহলে। তিনি ট্যুইট করেছেন, 'জোকারের মতো অভিনয়ের জন্য কোনও জোকারকে দোষারোপ করা ঠিক নয়। নিজের কাছেই জানতে চাওয়া উচিত, কেন সার্কাসে যাই'।
এই তীর্যক ট্যুইটের মাধ্যমে পাক মহিলা স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে নিজের প্রতিক্রিয়া সানা সাফ করেছেন বলে কেউ কেউ মনে করছেন। মুখ্য নির্বাচক মুমতাজ বলেছিলেন, মহিলাদের টি ২০ বিশ্বকাপে স্কোয়াড বাছাই সহজ কাজ ছিল না। অনেকেই দলে জায়গা পাওয়ার দাবিদার। যাঁরা বাদ পড়েছেন, তাঁরা হতাশ হবেন। কিন্তু বাদ পড়াটাই তাঁদের কাছে ফিরে আসার জন্য প্রেরণা হয়ে ওঠা দরকার।Don't blame a clown for acting like a clown. Ask yourself why you keep going to the circus.
— Sana Mir ثناء میر (@mir_sana05) January 20, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement