এক্সপ্লোর
Advertisement
রিও-তে প্রথমদিন সানিয়া-জিতুদের দিকে নজর
রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে প্রথম দিনই পরীক্ষায় নামবেন একঝাঁক ভারতীয় তারকা৷ ডাবলসে সানিয়া মির্জা থেকে শুরু করে শুটিংয়ে জিতু রাই৷ প্রথমদিনই কি আসবে পদক? আশায় ভারতীয় ক্রীড়াপ্রেমীরা৷
প্রার্থনা থোমব্রের সঙ্গে প্রথম দিনই জুটি বেঁধে নামছেন সানিয়া মির্জা৷ মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডের বাধা টপকাবে সানিয়া-প্রার্থনা জুটি, এমনটাই আশা টেনিসমহলের৷
শনিবার প্রথম দিনই ১০ মিটার পিস্তল ইভেন্টে নামছেন জিতু রাই৷ আসবে কি একটি পদক এই ইভেন্টে৷ উত্তর পাওয়া যাবে শনিবার গভীর রাতেই৷
পুরুষদের হকি দল নিয়ে ইতিমধ্যে আগ্রহ তুঙ্গে ক্রীড়ামহলের৷ লন্ডন অলিম্পিকে ব্যর্থতা ভুলে রোল্যান্ট অল্টম্যান্সের দল এবার চাইছে নজরকাড়া পারফরম্যান্স দেখাতে৷ প্রথম ম্যাচেই এদিন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে হকি দল৷
এছাড়াও টেবল টেনিসে শরথ কমলের মত তারকা থেকে শুটিংয়ে অপূর্বী চান্দিলা, গুরপ্রীত সিংহরাও নামছেন প্রথম দিনই লড়াইয়ে৷ ফলে উদ্বোধনের পরই ভারতের ক্রীড়াপ্রেমীদের পদকের জন্য নজর রাখা শুরু হয়ে যাবে৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement