এক্সপ্লোর
সানিয়া মির্জা শেয়ার করলেন ছেলে ইঝানের সঙ্গে ছবি
ছোট্ট ইঝানের সঙ্গে ছবি পোস্ট করলেন টেনিস তারকা সানিয়া মির্জা।

হায়দরাবাদ: মা হওয়ার পর থেকে ছোট্ট ছেলে ইঝানের সঙ্গেই সিংহভাগ সময় কাটান সানিয়া মির্জা। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিগুলো দ্রুত ভাইরালও হয়ে যাচ্ছে। গত অক্টোবরে জন্মেছে ইঝান। মায়ের কোলে চড়ে ক্যামেরার সামনে দিব্যি পোজ দিতেও শিখে গিয়েছে সে।
দেখুন ছেলের সঙ্গে সানিয়ার আরও ছবি।
২০২০-র টোকিও অলিম্পিকের মাধ্যমে আবার আন্তর্জাতিক টেনিসে ফিরবেন সানিয়া। ততদিনে ইঝানের বয়সও বছরদেড়েক হয়ে যাবে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















