এক্সপ্লোর
সেমিফাইনালের আগে সঞ্জয় মঞ্জরেকরের প্রথম একাদশ, নেই জাডেজা
চলতি বিশ্বকাপে ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর তাঁর মন্তব্য ঘিরে বিতর্কে জড়িয়েছেন। ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে 'বিটস অ্যান্ড পিসেস' ক্রিকেটার বলে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এই মন্তব্যের জন্য অনুরাগীরাও ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান মঞ্জেরেকরকে ট্রোল করেছিলেন। অন্যদিকে, জাডেজাও এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
![সেমিফাইনালের আগে সঞ্জয় মঞ্জরেকরের প্রথম একাদশ, নেই জাডেজা Sanjay manjrekar picks his playing 11 jadeja doesnt find his place in the team সেমিফাইনালের আগে সঞ্জয় মঞ্জরেকরের প্রথম একাদশ, নেই জাডেজা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/07/09134709/ravindrajadejaapp.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ম্যাঞ্চেস্টার: চলতি বিশ্বকাপে ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর তাঁর মন্তব্য ঘিরে বিতর্কে জড়িয়েছেন। ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে 'বিটস অ্যান্ড পিসেস' ক্রিকেটার বলে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এই মন্তব্যের জন্য অনুরাগীরাও ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান মঞ্জরেকরকে ট্রোল করেছিলেন। অন্যদিকে, জাডেজাও এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
এই বাকযুদ্ধের পর গত ৬ জুলাই সেমিফাইনালে ভারতের যে সম্ভাব্য প্রথম একাদশ বেছে নিয়েছিলেন মঞ্জরেকর, সেই দলে জাডেজাকে রেখেছিলেন তিনি। কিন্তু আজ তিনি যে প্রথম একাদশের পূর্বাভাস দিয়েছেন, সেখানে তিনি রাখেননি জাডেজাকে।
উল্লেখ্য, মঞ্জরেকর প্রথম যে ট্যুইট করেছিলেন, সে সম্পর্কে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি লিখেছিলেন, 'দেখছি যে আপনার বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটারকে প্লেয়িং ইলেভেন রেখেছেন'।Trying to predict Indian team for the semis. Let’s see how many I get right. Do send yours too. Will retweet a few. Rohit Rahul Virat Pant Hardik Dhoni Jadeja Bhuvi Shami Kuldeep* Bumrah.
*If pitch is not a turner. — Sanjay Manjrekar (@sanjaymanjrekar) July 6, 2019
কিন্তু আজ মঞ্জরেকর যে প্রথম একাদশ বেছে নিয়েছেন, সেখানেই নেই জাডেজা। তাঁর বেছে নেওয়া দলে রয়েছেন রোহিত, রাহুল, বিরাট, পন্ত, কেদার, হার্দিক, ধোনি, কুলদীপ, শামি, চাহল ও বুমরাহ।I see you have picked that bits and pieces cricketer !!! ???? https://t.co/ChwxTgH76Y
— Michael Vaughan (@MichaelVaughan) July 6, 2019
উল্লেখ্য, মঞ্জরেকের বলেছেন, 'আমি আধা ব্যাটসম্যান ও আধা বোলারের ভক্ত নই। একদিনের ক্রিকেটে রবীন্দ্র জাডেজা অনেকটা এ রকম। টেস্ট ক্রিকেটে ও পুরোপুরি একজন বোলার। আমি ৫০ ওভারের ক্রিকেটে প্রথম একাদশে কোনও ব্যাটসম্যান বা কোনও স্পিনারকে নিতে চাইব'। মঞ্জরেকরের এই মন্তব্যের জবাবে জাডেজা ট্যুইট করে করে বলেন, 'আপনি যত ম্যাচ খেলেছেন, তার চেয়ে দ্বিগুণ ম্যাচ খেলেছি এবং এখনও খেলছি। অন্যদের সম্মান করতে শিখুন। আপনার এই বাজে কথার ফুলঝুরি সম্পর্কে অনেক কিছু শুনেছি'।Based on the pitch not being worn out, longer boundaries & the opposition’s track record v India. My Indian playing XI for the Semis- Rohit Rahul Virat Pant Kedar Hardik Dhoni Kuldeep Shami Chahal Bumrah
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) July 8, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)