এক্সপ্লোর
মিলল সুপ্রিম কোর্টের ছাড়পত্র, রঞ্জিতে খেলবে বিহার

নয়াদিল্লি: বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে রঞ্জি ট্রফি সহ সব জাতীয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই রায় দিয়েছে। ফলে বিহারের এখন থেকে আর কোনও প্রতিযোগিতাতেই খেলতে বাধা রইল না। লোঢা কমিটির সুপারিশে এক রাজ্য এক ভোট নীতি চালু হওয়ার পরেই বিহার রঞ্জি ট্রফি খেলার অধিকার হারায়। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ক্রিকেটের স্বার্থেই এই রায় দেওয়া হল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















