(Source: ECI/ABP News/ABP Majha)
Serie A: ৩৩ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে লিগ জিতল নাপোলি
SSC Napoli: ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে লিগ খেতাব নিশ্চিত করে করে ফেলল নাপোলি।
রোম: ৩৩ বছরের অপেক্ষা। ইতালির বন্দর শহর নেপলসের ক্লাব নাপোলি (SSC Napoli) কিংবদন্তি দিয়েগো মারাদানোর আমলেই নিজেদের দুইটি লিগ খেতাব জিতেছিল। আজই নেপলসের অলিগলিতে মারাদোনা আর মারাদোনা। কিন্তু ১৯৯০ সালে দ্বিতীয় সিরি এ (Serie A) জেতার পর তিন দশকেরও অধিক সময়ের অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান। অবশেষে আবার স্কুডেটো জিতল নাপোলি। এবার নাপোলির খেতাব জয়ের নায়ক কোনও বিশ্ববন্দিত তারকা নন, বরং এক মরসুম আগে তাঁকে কেউ তেমনভাবে চিনতও না। তিনি জর্জিয়ার তারকা উইঙ্গার খিভিচা ক্যাভার্টস্খেলিয়া (khvicha kvaratskhelia) বা নেপলসের লোকেদের প্রিয় 'ক্যাভারাডোনা'।
ড্র করেই জয়
শনিবারই নাপোলির ঘরের মাঠ, দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামেই খেতাব জয়ের সুযোগ ছিল নাপোলির সামনে। সপ্তাহান্তের ম্যাচ জিতলেই সিরি এ-র ইতিহাসে নাপোলিই সর্বাধিক ম্যাচ বাকি থাকতে খেতাব নিজেদের নামে করে ফেলত। তবে ১-১ ম্যাচ ড্র করে সেই সুযোগ হাতছাড়া করে নাপোলি। কিন্তু মাঝ সপ্তাহে উডিনেসের সঙ্গে ড্র করেই পাঁচ ম্যাচ বাকি থাকতে খেতাব নিশ্চিত করে ফেলল নাপোলি। অবশ্য এই ম্যাচ ড্র করতেও নাপোলিকে বেশ কসরত করতে হয়। স্যান্ডি লভরিচের ১৩ মিনিটের গোলে এক সময় পিছিয়েই পড়েছিল নাপোলি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ৫২ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ভিক্টর ওসিমহেন (Victor Osimhen)। নাপোলি ম্যাচ জিততে না পারলেও, এই ড্রয়ের সুবাদেই খেতাব জয় নিশ্চিত করে ফেলে নাপোলি।
নাপোলির হয়ে ক্যাভার্টস্খেলিয়া এ মরসুমের সিরি এ-তে ১২টি গোল ও ১০টি অ্যাসিস্ট দিয়েছেন। তিনি নিজের খেলায় সকলকেই মন্ত্রমুগ্ধ করেছেন। বল পায়ে তাঁর দক্ষতা এবং অনবদ্য ড্রিবলিং স্কিলের মজেছেন নেপলসের লোকেরা। সেই কারণেই নেপলসের লোকেরা তাঁকে ভালবেসে 'ক্যাভারাডোনা' নাম দিয়েছে। তবে এই খেতাব জয়ে কিন্তু দলের তারকা স্ট্রাইকার ওসিমহেনের অবদানও কম নয়। তিনি দলের হয়ে লিগে মোট ২২টি গোল করেছেন, যা লিগ সর্বোচ্চও বটে। তিনিই দলের হয়ে এদিন গোল করে খেতাব নিশ্চিত করেন।
উৎসবের আমেজে নেপলস
এদিন ম্যাচের আগে থেকেই ইতালির বন্দর শহরে উৎসবের আমেজ ছিল। প্রচুর লোক নিজের প্রিয় ক্লাবের খেতাব জয়ের সাক্ষী থাকতে ক্লাবে মাঠ, মারাদোনা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। জায়ান্টস্ক্রিনে তাঁরা এই ম্যাচের সাক্ষী থাকেন। ওসিমহেনের গোলে নাপোল সমতায় ফিরতে উচ্ছ্বাসের জোয়ারে ভাসেন হাজার হাজার নাপোলি সমর্থক। ক্লাবের ঐতিহাসিক খেতাব জয়ে গোটা শহরই আনন্দে ভাসে। নেপলসের লোকেদের আনন্দ দিতে পেরে উচ্ছ্বসিত দলের কোচ লুসিয়ানো স্পালেটিও। খেতাব জয়ের পর তিনি বলেন, 'নেপলসের লোকেদের দেখেই ওরা কতটা আনন্দিত তা বোঝা যাচ্ছে। জীবনের কঠিন সময়ে ওরা মুহূর্তটা দেখে আনন্দ করতে পারবে। ওদেরকে এই মুহূর্তটা উপহার দিতে পারায় আমি গর্বিত।'
আপাতত নাপোলির দখলে ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট রয়েছে। এখনও পর্যন্ত লাজিও সমসংখ্যক ম্যাচ খেলে নাপোলির থেকে ১৬ পয়েন্ট কম, ৬৪ পয়েন্ট অর্জন করেছে। তাই পাঁচ ম্যাচ বাকি থাকতে নাপোলির খেতাব জয় সুনিশ্চিত হয়ে গেল।
আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে