Shah Rukh Khan Birthday: তউবা তুমহারে ইয়ে ইশারে... জন্মদিনে শাহরুখকে শুভেচ্ছা কেকেআরের
Kolkata Knight Riders: বলিউডের সুপারস্টারের জন্মদিনে তাঁর সিনেমার বিখ্যাত গানের কলি দিয়ে শুভেচ্ছা জানাল আইপিএলে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা: বলিউডের সুপারস্টারের জন্মদিনে তাঁর সিনেমার বিখ্যাত গানের কলি দিয়ে শুভেচ্ছা জানাল আইপিএলে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স।
বুধবার শাহরুখ খানের জন্মদিন। তিনি বলিউডের বেতাজ বাদশাহ। তাঁকে ঘিরে উন্মাদনা নেহাত কম নয়। অনুরাগীরা তাঁকে নিয়ে বলতে শুরু করলে থামতেই চান না। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। এই বছর তিনি ৫৭তম জন্মদিন উদযাপন করছেন। আর টিম মালিকের জন্যদিনে অভিনব শুভেচ্ছাবার্তা পাঠাল কেকেআর।
বুধবার কেকেআরের তরফে শাহরুখের দুটি ছবি এক ফ্রেমে পোস্ট করা হয়। দুটিতেই কিং খানকে দেখা যাচ্ছে একই ভঙ্গিমায়। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠি তুলে থামস আপ দেখাচ্ছেন। একটি মন্নতে তাঁর বাংলোর ছবি। অন্য ছবিটি ইডেন গার্ডেন্সে। আইপিএলে কেকেআরের ম্যাচ দেখার ফাঁকে। সেই ছবিতে পাশে বসে রয়েছেন জুহি চাওলা। সঙ্গে ক্যাপশন, 'তউবা তুমহারে ইয়ে ইশারে...'। শাহরুখের চলতে চলতে সিনেমার জনপ্রিয় গানের কলি।
View this post on Instagram
শাহরুখের জন্মদিনের আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রিয় তারকার উদ্দেশে তৈরি করা এক অনুরাগীর 'ভার্চুয়াল উপহার'। সোশ্যাল মিডিয়ায় ভাসছে 'ভগবানরূপী শাহরুখ'-এর পোস্টার।
২ নভেম্বর জন্মদিন। তার আগে, ১ তারিখ থেকেই সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করছে কিং খানের একটি পোস্টার। একটি ফ্যান-মেড পোস্টারে দেখা যাচ্ছে, তাঁর বাসভবন মন্নতের ছাদে চেনা ঢঙে দাঁড়িয়ে আছেন অভিনেতা। আর সামনে অজস্র অনুরাগীদের ভিড়। শাহরুখের মাথার পিছনে আলোর ছটা, ঠিক যেমন ঈশ্বরের মাথার পিছনে থাকে। পোস্টারের নিচে লেখা, 'শুভ ৫৭তম জন্মদিন এসআরকে'।