এবারের আইপিএলে নাইট রাইডার্সের প্রথম ম্যাচ দেখতে মেয়ে সুহানা ও আবরামকে নিয়ে ইডেনে এসেছিলেন শাহরুখ। তিনি বলেছেন, আবরাম এখনও ক্রিকেট খেলা শুরু করেনি। একটু-আধটু ফুটবল খেলে। কিন্তু আমি ওকে হকির মাঠে ভারতের হয়ে খেলতে দেখতে চাই।