এক্সপ্লোর
নির্বাসন কাটিয়ে উঠেই আইসিসি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন শাকিব
শাকিবের নির্বাসন চলাকালীন অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ছিলেন আফগানিস্তানের মহম্মদ নবি। শাকিব ফেরত আসায় নবি নেমে গিয়েছেন দুইয়ে।
ঢাকা: ভারতীয় এক বুকির সঙ্গে যোগাযোগের কথা এবং স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় শাকিব আল হাসানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দু'বছরের জন্য নির্বাসিত করেছিল আইসিসি। তবে দোষ স্বীকার করে নেওয়ায় তাঁর একবছরের শাস্তি স্থগিত করে ক্রিকেটের নিয়ামক সংস্থা। ২৮ অক্টোবর সাকিবের শাস্তির মেয়াদ শেষ হয়। ২৯ অক্টোবর থেকে তিনি মুক্ত। সব ধরনের ক্রিকেটে এবার অংশ নিতে পারবেন তিনি। আবার ক্রিকেট মাঠে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর সতীর্থ থেকে ভক্তরা। আর মাঠে নামার আগেই সুখবর পেলেন সাকিব। আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় ফিরে পেলেন শীর্ষস্থান।
বাংলাদেশের জার্সিতে ২০১৯ সালের জুলাই মাসে শেষবার ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন শাকিব। এরপর অক্টোবরের শেষ দিকে যখন আইসিসির নির্বাসনে পাঠায় তাঁকে, তখন ওয়ান ডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন। নির্বাসন শেষ হতেই ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রকাশিত ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সেই শীর্ষস্থান ফিরে পেলেন তিনি।
শাকিবের নির্বাসন চলাকালীন অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ছিলেন আফগানিস্তানের মহম্মদ নবি। শাকিব ফেরত আসায় নবি নেমে গিয়েছেন দুইয়ে।
এদিকে, বাংলাদেশের স্থানীয় টি-টোয়েন্টি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের আগে শাকিব-সহ মোট ১১৩ জন ক্রিকেটারকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement