Shakib Al Hasan: মাঠে জল থইথই, পিচ কভারেই সাঁতার কাটছেন শাকিব আল হাসান, দেখুন ভিডিও
Shakib Al Hasan: জল থইথই পিচ কভারে ডাইভ দিতে দেখা গেল বাংলাদেশের তারকা অল-রাউন্ডারকে। এমনটা নয় যে হঠাৎ করে মাঠে জমে থাকা জলে পড়ে গিয়েছেন শাকিব (shakib)। বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট চলছে।
ঢাকা: বৃষ্টিতে বাংলাদেশ বনাম পাকিস্তান (bangladesh vs pakistan) টেস্ট খেলা বন্ধ। মাঠ জলে থইথই করছে। ড্রেসিংরুমে বসে থেকে আর ভাল লাগছিল না। তাই সরাসরি নেমে এলেন মাঠে। আর এরপরই দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়লেন মাঠের কভারের ওপর। শাকিব আল হাসানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে সম্প্রতি। সেই ভিডিওয় দেখা যাচ্ছে যে শের ই বাংলা স্টেডিয়ামে খেলা বন্ধ থাকায় বৃষ্টির মধ্যেই মাঠে নেমে পড়েছেন শাকিব (shakib al hasan)। আর এরপরই দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়লেন গ্রাউন্ড কভারের ওপর।
Excitement when the play is officially called off for the day @Sah75official 😂🏏 #BANvPAK pic.twitter.com/4ewyRqM23u
— Sikandar Bakht (@ImSikandarB) December 5, 2021
জল থইথই পিচ কভারে ডাইভ দিতে দেখা গেল বাংলাদেশের তারকা অল-রাউন্ডারকে। এমনটা নয় যে হঠাৎ করে মাঠে জমে থাকা জলে পড়ে গিয়েছেন শাকিব (shakib)। মীরপুর স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট চলছে। সেখানেই প্রথম দিনে বারবার বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। মাত্র ৫৭ ওভার খেলা হয়েছে প্রথম দিন। দ্বিতীয় দিনে আরও কম মাত্র ৬.২ ওভার খেলা হয়। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৬২ রান বোর্ডে তুলে নিয়েছে পাকিস্তান। বাবর আজম ৬০ ও আজহার আলি ৩৬ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৮৮ রান। বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত রয়েছেন।