অবশেষে দিল্লি ডেয়ারডেভিলসের অনুশীলনে যোগ দিলেন শামি
নয়াদিল্লি: অবশেষে আইপিএল শুরুর পাঁচদিন আগে দিল্লি ডেয়ারডেভিলসের অনুশীলনে যোগ দিলেন মহম্মদ শামি।
গত একমাস ধরে সময়টা ভাল যাচ্ছে না শামির। শামির বিরুদ্ধে গার্হ্যস্থ হিংসা ও বিবাহ-বহির্ভুত সম্পর্কের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁর স্ত্রী হাসিন জাহান। পাশাপাশি, ক্রিকেটার-স্বামীর বিরুদ্ধে পাক মহিলার থেকে টাকা নেওয়ার অভিযোগও তোলেন হাসিন। দাবি করেন, দেশের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন শামি। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্তও শুরু করে বিসিসিআই। আটকে দেওয়া হয় তাঁর চুক্তি। যদিও, সম্প্রতি তাঁকে ক্লিনচিট দেওয়া হয়েছে।
এরমধ্যেই, গাড়ি দুর্ঘটনায় পড়ে মাথায় চোট পান ভারতীয় দলের এই পেসার। দেরাদুনে বাংলা তথা ভারত এ দলের সদস্য অভিমন্যূ ঈশ্বরনের বাবার ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন সেরে দিল্লি আসার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে শামির গাড়ির। আঘাত গুরুতর না হলে, মাথায় চোট লাগে শামির। চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দেন।
তবে, সবকিছু পিছনে ফেলে সোমবার ফিরোজ শাহ কোটলায় আইপিএল দলের অনুশীলনে যোগ দেন তিনি। এদিন প্রথমে ফিটনেস অনুশীলন ও ক্যাচ প্র্যাক্টিস করতে দেখা যায় শামিকে। এরপর তিনি একটি ওয়ার্ম-আপ ম্যাচও খেলেন। মাথার চোট যে পুরোপুরি সারেনি, তা এদিন শামিকে দেখেই বোঝা যাচ্ছিল। চোটের জায়গায় পট্টি বাঁধা।