Shane Warne Demise: ক্রিকেট মাঠের কিংবদন্তি, ক্রিকেট ম্যাচ দেখতে দেখতেই মৃত্যু
Shane Warne Death: তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন ওয়ার্ন। সেখান থেকেই তাঁর ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করার জন্য। কিন্তু সব কাজ রইল বাকি।
সিডনি: তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি। বিশ্বের সর্বকালের সেরা লেগস্পিনার। শেন ওয়ার্নের (Shane Warne) মৃত্যুর মুহূর্তেও থাকল ক্রিকেট।
তাইল্যান্ডের রিসর্টে শুক্রবার যখন আচমকা হৃদরোগে আক্রান্ত হন ওয়ার্ন, তখনও টেলিভিশনে চলছিল ক্রিকেট। অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখছিলেন কিংবদন্তি। তবে তিনি সেই সময় মদ্যপান করে ছিলেন না বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার। বরং খোশমেজাজে খেলা দেখছিলেন। রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ডিনার সারতে যাওয়ারও পরিকল্পনা ছিল।
জানা গিয়েছে, বন্ধু অ্যান্ড্রু নেওফিটৌ তাঁকে অচেতন অবস্থায় দেখেন। তারপর প্রায় ২০ মিনিট ধরে সিপিআর করেন তিনি। কিন্তু শেষরক্ষা করা যায়নি। আর সাড়া দেননি ওয়ার্ন।
তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন ওয়ার্ন। সেখান থেকেই তাঁর ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করার জন্য। কিন্তু সব কাজ রইল বাকি। চলে গেলেন কিংবদন্তি।
অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পরেই। মুরলীধরন টেস্টে ৮০০ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৭১ রানের বিনিময়ে ৮ উইকেট। একটা সময় বিশ্বকে শাসন করেছেন তিন স্পিনার। মুরলী, ওয়ার্ন ও ভারতের অনিল কুম্বলে। তিনজনের মধ্যে কে বিশ্বের সেরা, তা নিয়ে তর্কের ঝড়ও উঠেছে।
অনেকেই মনে করেন, শতাব্দীর সেরা বলটি বেরিয়েছিল ওয়ার্নের হাত থেকে। যে ডেলিভারিতে তিনি মাইক গ্যাটিংকে বোল্ড করেছিলেন। টেস্টের পাশাপাশি ওয়ান ডে-তেও একইরকম সাফল্য। ১৯৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৯৩ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। ওয়ান ডে-তে তাঁর সেরা বোলিং ৩৩ রানে ৫ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১টি উইকেট নিয়েছেন লেগস্পিনার।
একটা সময় সচিন তেন্ডুলকরের সঙ্গে ওয়ার্নের দ্বৈরথ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা আকর্ষণ ছিল। তবে ১৯৯৮ সালের সফরে ব্যাট হাতে ওয়ার্নের ঘূর্ণির বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেন সচিন। সেই সফরে সচিনের হাতে মার খেয়ে ওয়ার্নের সেই বিখ্যাত উক্তি। বলেছিলেন, স্বপ্নের মধ্যেও নাকি দেখছেন সচিন ব্যাট হাতে তাঁকে ওড়াচ্ছেন মাঠের বাইরে।