Shoaib Malik Marriage: শোয়েবের তৃতীয় বিয়েতে ক্ষুব্ধ পরিবার, বিস্ফোরক দাবি পাক ক্রিকেটারের বোনের
Sania Mirza: শোয়েব-সানার বিয়ে নিয়ে বোমা ফাটালেন প্রাক্তন পাক অধিনায়কের বোন। জানালেন, শোয়েবের বিয়েতে পরিবারের কারও মত ছিল না।
করাচি: তাঁর তৃতীয় বিবাহ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। শোয়েব মালিক-সানা জাভেদের (Shoaib Malik) বিয়ের ছবি ভাইরাল। সানিয়া মির্জার (Sania Mirza) পরিবারের তরফ থেকেও জানানো হয়েছে যে, খুলা প্রথায় তাঁর ও শোয়েবের বিচ্ছেদ হয়েছিল।
এবার শোয়েব-সানার বিয়ে নিয়ে বোমা ফাটালেন প্রাক্তন পাক অধিনায়কের বোন। জানালেন, শোয়েবের বিয়েতে পরিবারের কারও মত ছিল না। এমনকী, শোয়েবের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলেও বোমা ফাটালেন তারকা ক্রিকেটারের বোন।
শোয়েবের বোনের দাবি, পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিবাহ বহির্ভূত সম্পর্কে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সানিয়া। স্বামীকে বার বার বুঝিয়েও নাকি লাভ হয়নি। একাধিক নারীর সঙ্গে শোয়েবের সম্পর্ক মেনে নিতে পারেননি ভারতের টেনিস সুন্দরী। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তারকা দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত বলে জানিয়েছেন শোয়েবের বোন। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, শোয়েবের বোন বিয়ে ভাঙার জন্য নিজের দাদাকেই দায়ী করেছেন। শোয়েবের তৃতীয় বিয়েতে পরিবারের কারও মত ছিল না বলেও জানিয়েছেন তিনি। বাড়ির অমতে সানাকে বিয়ে করায় সেই অনুষ্ঠানে পরিবারের কেউই যাননিবলে জানিয়েছেন শোয়েবের বোন।
গত প্রায় বছর তিনেক ধরে হায়দরাবাদে মা-বাবার সঙ্গেই থাকেন সানিয়া। অন্যদিকে শোয়েব থাকেন মূলত দুবাইয়ে। সানিয়ার সোশ্যাল মিডিয়ায় দেওয়াল থেকে অনেকদিন আগেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন শোয়েব। তাঁর সঙ্গে সানিয়ার শেষ ছবি প্রায় আড়াই বছর আগে। ইজহানের জন্মদিনে একসঙ্গে কেক কাটার ছবি।
সানিয়ার সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু ছেলে ইজহানের ছবি। বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে ছেলেকেই আঁকড়ে ধরেছেন ভারতীয় টেনিসের সুন্দরী।
বেশ কয়েক মাস ধরেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পুরনো পারিবারিক ছবি ডিলিট করছিলেন সানিয়া ও শোয়েব দুজনই। সানিয়া তো ইনস্টা স্টোরিতে বেশ কয়েকবার সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য লিখেছিলেন। যা থেকে দেওয়াল লিখন পড়াই যাচ্ছিল। শুধু সিলমোহর পড়ল শনিবার।
সানিয়ার বাবা ইমরান মির্জা সংবাদসংস্থাকে জানিয়েছেন, সানিয়াই শোয়েবকে 'খুলা' দিয়েছে। যা আসলে মহিলাদের এককভাবে স্বামীকে ডিভোর্স দেওয়ার প্রক্রিয়া।
আরও পড়ুন: পারিবারিক সমস্যাতেও লক্ষ্যে অটল, শামির তত্ত্বাবধানে বাংলায় তৈরি হচ্ছে নতুন পেস-অস্ত্র
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে