এক্সপ্লোর
বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া... নিজের পুরনো ছবির সঙ্গে ছেলের মিল খুঁজে পেলেন শিখর ধবন
নিজের পুরনো ছবির সঙ্গে ছেলে জোরাবরের চেহারার সাদৃশ্য খুঁজে পেলেন বাঁহাতি ব্যাটসম্যান।

নয়াদিল্লি: লকডাউনে গৃহবন্দি হয়ে রয়েছেন তিনি। তবে শিখর ধবন পরিবারের সঙ্গে বেশ খোশমেজাজে সময় কাটাচ্ছেন। এবং সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যাচ্ছে তাঁর বিভিন্ন মজার ছবি ও ভিডিও।
এবার নিজের পুরনো ছবির সঙ্গে ছেলে জোরাবরের চেহারার সাদৃশ্য খুঁজে পেলেন বাঁহাতি ব্যাটসম্যান। ইনস্টাগ্রামে জোরাবরের একটি ছবির পাশাপাশি তাঁর ছোটবেলার একটি ছবি কোলাজ বানিয়ে পোস্ট করেন ধবন। মজা করে ক্যাপশন লেখেন, ‘আপেলটা গাছ থেকে খুব একটা দূরে পড়েনি।’
শিখর-জোরাবরের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সকলেই মেনে নিয়েছেন, বাপ-বেটাকে হুবহু একইরকম দেখতে লাগছে ছবিতে। কেউ আবার মজা করে লিখেছেন, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নহী তো থোড়া থোড়া...।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
