এক্সপ্লোর
Advertisement
ভারত অধিনায়ক করেছে কোহলিকে, আর আমাদের দলের শীর্ষে গড়পড়তা লোকজন, চিন্তাভাবনাতেই গলদ: পিসিবি-তোপ শোয়েব আখতারের
গত কয়েক বছরে ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের চিন্তাভাবনায় কীভাবে বদল ঘটে গিয়েছে, সম্প্রতি এক আলাপচারিতায় তার ব্যাখ্যা দিলেন প্রাক্তন পাক ফাস্ট বোলার শোবেব আখতার। ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা মাঝেমধ্যেই করে থাকেন আখতার।
করাচি: গত কয়েক বছরে ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের চিন্তাভাবনায় কীভাবে বদল ঘটে গিয়েছে, সম্প্রতি এক আলাপচারিতায় তার ব্যাখ্যা দিলেন প্রাক্তন পাক ফাস্ট বোলার শোবেব আখতার। ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা মাঝেমধ্যেই করে থাকেন আখতার। এ জন্য পাক ক্রিকেট অনুরাগীদের সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে জবাবে আখতার বলেছেন, বর্তমানে ক্রিকেট বিশ্বে কোহলি সেরা প্লেয়ারদের মধ্যে একজন। আর এব্যাপারে কোনও সন্দেহ থাকলে পাক ক্রিকেট অনুরাগীদের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত।
ক্রিকেট পাকিস্তান ইউটিউব শো-তে আখতার বলেছেন, লোকজন এত রেগে যান কেন বুঝি না, আমার সমালোচনা করার আগে তাঁদের পরিসংখ্যানের দিকে নজর দেওয়া উচিত। তাঁরা কি চান যে, মাথায় শুধুই বিদ্বেষ ভরে থাক, শুধুমাত্র ভারতীয় বলেই আমরা ওর প্রশংসা করব না?
আখতার আরও বলেছেন, যোগ্য লোকেদের জায়গা দেয় ভারতীয় দল, যা পাকিস্তান একেবারেই করে না। এই কারণেই পাক দলের চেয়ে এগিয়ে ভারত।
আখতার বলেছেন, আমরা শুধু খুঁত খুঁজকেই চেষ্টা করি, ওদের মতো হওয়ার চেষ্টা করি না কেন। একটা সময় ভারতীয়রা পাকিস্তানের মতো হত চাইত। এখন পাকিস্তানিরা ভারতীয়দের মতো হতে চাইছে। ৯০-এর দশকে শারজায় পাকিস্তানের বিরুদ্ধে খেলত পছন্দ হত না ভারতের।
আখতার বলেছেন, আসলে গড়পড়তা লোকজনকে শীর্ষে বসিয়ে আমাদের মানসিকতার বদল ঘটানো হয়েছে। দলের অধিনায়ক হিসেবে ওরা গড়পড়তা লোকজনকে বসিয়েছে। আর ভারত কী পেয়েছে..একবার দেখুন তো...ওরা আক্রমণাত্মক খেলোয়াড় কোহলিকে অধিনায়ক করেছে। আর আমরা কাকে এনেছি?
তাঁকে পিসিবি-র সিইও হওয়ার প্রস্তাব কখনও দেওয়া হয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে আখতার বলেছেন, মুখ্য নির্বাচক হওয়ার কথা আমাকে কেউ বলেনি।
আখতার বলেছেন, আমিই হোক, বা অন্য কেউ...মুখ্য নির্বাচক হিসেবে যেটা প্রয়োজন হল, তা চিন্তাভাবনার বদল, যেটা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। দলের স্বার্থে প্রধান কোচ ও ওই ব্যক্তির চিন্তাভাবনার ক্ষেত্রে মিল থাকতে হবে।
আখতার আরও বলেছে, তবে আমি জানি যে সাধারণ লোকজন আমার মতো এমন কাউকে নির্বাচকের দায়িত্বে দেখতে চায়। এমন একজন ব্যক্তি যিনি সোজাসাপ্টা এবং ক্রিকেটারদের কাছ থেকে শুধু পারফরম্যান্স দেখতে চাইবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement