এক্সপ্লোর
Advertisement
পাক দলের কোচ ও প্রধান নির্বাচক হিসেবে মিসবার নিয়োগ নিয়ে মজাদার মন্তব্য শোয়েব আখতারের
পাকিস্তান দলের হেড কোচ এবং একইসঙ্গে মূখ্য নির্বাচক হয়েছেন প্রাক্তন ক্রিকেটার মিসবা উল হক। আর তা নিয়ে মজা করতে ছাড়লেন না পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। পাক দলের হেড কোচের দৌড়ে মিসবাই সবচেয়ে এগিয়ে ছিলেন।
ইসলামাবাদ: পাকিস্তান দলের হেড কোচ এবং একইসঙ্গে মূখ্য নির্বাচক হয়েছেন প্রাক্তন ক্রিকেটার মিসবা উল হক। আর তা নিয়ে মজা করতে ছাড়লেন না পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। পাক দলের হেড কোচের দৌড়ে মিসবাই সবচেয়ে এগিয়ে ছিলেন। এমনকি, এই পদে তিনি আবেদন করার আগেই পাক সংবাদমাধ্যমে তাঁর নামই ঘোরাফেরা করছিল। তিনি হেড কোচ তো হলেনই, সেই সঙ্গে সবাইকে চমকে দিয়ে পাক দলের নির্বাচক কমিটির প্রধান হিসেবেও নিযুক্ত করা হয় তাঁকে। আর এই বিষয়টি নিয়ে মজা পেয়েছেন শোয়েব আখতার। আর হাল্কা মন্তব্যের মাধ্যমে ট্যুইটে নিজের মনোভাব প্রকাশ করেছেন রওয়ালপিন্ডি এক্সপ্রেস। দ্বৈত ভূমিকার জন্য মিসবাকে অভিনন্দন জানিয়ে শোয়েব রসিকতার ছলে লিখেছেন, 'এইসঙ্গে ওকে যে পিসিবি-র চেয়ারম্যান করা হল না , তা ভেবে অবাক হচ্ছি'।
তবে তিনি যে নিছক রসিকতাই করছেন তা সাফ জানিয়ে দিয়েছেন শোয়েব আখতার। খেলোয়াড় হিসেবে যেমন পারফর্ম করতেন, নতুন ভূমিকাতেও একইভাবে মিসবা সফল হবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এছাড়াও পাক দলের বোলিং কোচ হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ওয়াকার ইউনিসকেও অভিনন্দন জানিয়েছেন শোয়েব আখতার।Congratulations to @captainmisbahpk for the new 'dual' role of Head Coach as well as Chief Selector for Pakistan Cricket Team. I am surprised he is not appointed the Chairman PCB as well along with it.
Hahahaha i am just kidding. I really hope he does wonders like before :) — Shoaib Akhtar (@shoaib100mph) September 4, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement