এক্সপ্লোর
Advertisement
অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের কৃতিত্ব যুবরাজকে দিলেন শুভমান গিল
নয়াদিল্লি: অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে শুভমান গিলের অসাধারণ পারফরম্যান্সের পর অনেকেই বলছেন, পঞ্জাব দ্বিতীয় যুবরাজ সিংহ পেয়ে গেল। সেই শুভমান যুব বিশ্বকাপে তাঁর দুরন্ত ব্যাটিংয়ের কৃতিত্ব দিলেন যুবরাজ সিংহকে। তিনি বলেছেন, বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে থাকার সময় যুবি পাজি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন। আমাকে মাঠে ও মাঠের বাইরের অনেক বিষয় সম্পর্কে বলেছেন, আমাকে টিপস দিয়েছেন এবং আমার সঙ্গে ব্যাটও করেছেন।
সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১০২ রানের অপরাজিত ইনিংস সহ বিশ্বকাপে তিনটি হাফসেঞ্চুরিও করেছেন শুভমান। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি।।
পাকিস্তানের বিরুদ্ধে তাঁর শতরান সম্পর্কে শুভমান বলেছেন, কোচ রাহুল দ্রাবিড় তাঁকে শেষ পর্যন্ত খেলতে বলেছিলেন।
অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চাপ ছিল। ওপেনাররা শুরুটা দারুণ করে। তারপর আমরা কয়েকটা উইকেট হারাই। রাহুল স্যর আমাকে শেষ পর্যন্ত ব্যাটিং করতে বলেছিলেন। অনুকূলের সঙ্গে আমার পার্টনারশিপটা খুব ভালো ছিল।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন শুভমান। আইপিএলের নিলামের দিন বিশ্বকাপেই মনোনিবেশ ছিল বলে জানিয়েছেন শুভমান। তিনি বলেছেন, নিলামের আগের দিন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর আমরা ক্লান্ত ছিলাম।সকালে উঠে জানতে পারলাম আমাকে নিয়েছে কেকেআর। ওই সময় অবশ্য আইপিএলের কথা ভাবছিলাম না। বিশ্বকাপেই মনোসংযোগ রেখেছিলাম।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement