গিলের মধ্যে এই প্রাক্তন অজি ক্রিকেটারের ছাপ দেখতে পাচ্ছেন সলমন বাট
Butt On Gill: পাকিস্তান ক্রিকেটের বিতর্কিত অধ্যায়ের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে সলমান বাটের। ম্যাচ ফিক্সিংয়েও নাম জড়িয়েছে তাঁর। ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন।
করাচি: জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে (One Day) ম্যাচে ১০ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ওপেনিংয়ে নেমে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল (Subhman Gill)। তাঁকে যোগ্য সঙ্গে দিয়ে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেছেন শিখর ধবনও (Shikhar Dhawan)। তিন ম্যাচের সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। এবার তরুণ গিলের প্রশংসায় প্রাক্তন পাক অধিনায়ক সলমান বাট। প্রাক্তন ২ অজি ব্যাটার ড্যামিয়েন মার্টিন ও মার্ক ওয়ার ব্যাটিংয়ের সঙ্গেও গিলের ব্যাটিংয়ের তুলনা করেন তিনি।
কী বলছেন বাট?
পাকিস্তান ক্রিকেটের বিতর্কিত অধ্যায়ের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে সলমান বাটের। ম্যাচ ফিক্সিংয়েও নাম জড়িয়েছে তাঁর। ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন। ফিরে আসার পর ২২ গজে দেখা না গেলেও ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে দেখা মিলেছে বাটের। শুভমন গিলের ব্যাটিংয়ের প্রশংসা এর আগেও তাঁর মুখে শোনা গিয়েছিল। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঞ্জাব তরুণের ব্যাটিং দেখার পর বাট বলছেন, ''এখনকার দিনে ক্রিকেটে সবাই হার্ড হিটিং নিয়ে কথা বলে। পাওয়ার হিটার প্লেয়াররাই সর্বত্র রাজ করছে। কিন্তু এই সময়ে দাঁড়িয়েও শুভমন গিলের মতো ব্যাটার রয়েছে। যাঁদের অসাধারণ টাইমিং ক্ষমতা। ব্য়াটে-বলে দুর্দান্ত কানেক্ট করতে পারে। বাবর তাঁদের মধ্যে একজন। আমার মনে হয় গোটা বিশ্বে এমন ব্যাটার এই মুহূর্তে ৪-৫ জনই রয়েছেন। গিলকে দেখে আমার অস্ট্রেলিয়ার ড্য়ামিয়েন মার্টিন ও মার্ক ওয়ার কথা মনে পড়ে।
বাট আরও বলেন, ''ড্যামিয়েন মার্টিন ও মার্ক ওয়া এঁদের ব্যাটিংয়ের আমি ভক্ত ছিলাম। কখনওই মনে হত না যে ওঁরা আলাদা কোনও বল প্রয়োগ করছে শট খেলার জন্য। খুব সুন্দর ক্রিকেট উপহার দিয়ে এসেছেন ওঁরা। আমি গিলকে যখন প্রথমবার টেস্ট খেলতে দেখেছিলাম, তখনই আমার মনে হয়েছিল যে এই ছেলেটা অনেক দূর যাবে।''
দুর্দান্ত জয় দিয়ে শুরু
২০১৬ সালের পর আর জিম্বাবোয়ে সফরে যায়নি ভারতীয় দল। চলতি সফরের প্রথম ম্যাচে শুরুটা হল দুর্দান্তভাবে। ভারতীয় বোলারদের দাপটে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে প্রথম ব্যাট করে মাত্র ১৮৯ রানে গুটিয়ে গেল জিম্বাবোয়ে। তিনটি করে উইকেট পেলেন দীপক চাহার, অক্ষর পটেল ও প্রসিদ্ধ কৃষ্ণ। একটা সময় ৮৩/৬ হয়ে গিয়েছিল জিম্বাবোয়ে। সেখান থেকে রেগিস চাকাভা (৫১ বলে ৩৫ রান), ব্র্যাড ইভান্স (২৯ বলে ৩৩ অপরাজিত) ও রিচার্ড নারাভা (৪২ বলে ৩৪ রান) লড়াই করে দলকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। তবে ধবন-গিল দাপটে জিম্বাবোয়ের স্কোর সহজেই পেরিয়ে যায় ভারত। শনিবার, এবার দ্বিতীয় ওয়ান ডেতে ফের একই মাঠে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে।