Singapore Open 2022: সিন্ধু, প্রণয়ের পর কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সাইনা নেহওয়ালও
Singapore Open: তিন গেমের লড়াইয়ে টুর্নামেন্টের পঞ্চম বাছাই, চিনের হি বিং জিয়াওকে হারালেন সাইনা। প্রায় আড়াই বছর পর প্রথমবার কোনও সুপার ৫০০ ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতীয় শাটলার।

সিঙ্গাপুর: এইচ এস প্রণয় এবং পিভি সিন্ধু (PV Sindhu) আগেই কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছিলেন। এবার সিঙ্গাপুর ওপেনের (Singapore Open Super 500) শেষ আটে পৌঁছলেন আরেক ভারতীয় তারকা শাটলার সাইনা নেহওয়ালও (Saina Nehwal)। টুর্নামেন্টের পঞ্চম বাছাই চিনের হি বিং জিয়াওকে হারালেন সাইনা।
তিন বছর পর কোয়ার্টার ফাইনালে সাইনা
লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ মেডেল জয়ী সাইনা তিন গেমের লড়াইয়ে বিশ্বের নয় নম্বর তারকার বিরুদ্ধে এই দুরন্ত জয় পান। তিনি ২১-১৯, ১১-২১, ২১-১৭ স্কোরলাইনে এই ম্যাচ জেতেন। শেষ তিন বছরের মধ্যে গত বছর ওরল্যান্স মাস্টার্স ১০০-র সেমিফাইনালে পৌঁছনোই সাইনার সেরা পারফরম্যান্স ছিল। মালয়েশিয়া মাস্টার্স এবং স্পেন মাস্টার্স ২০২০ টুর্নামেন্টেও কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন তিনি। তবে প্রায় আড়াই বছর পর প্রথমবার কোনও সুপার ৫০০ ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ৩২ বছর বয়সি ভারতীয় শাটলার।
Thank u 🙏🙏… Great support @parupallik and @GuruSaiDutt1 ( amazing to beat world number 9 today ) … #SingaporeOpen2022 👍 https://t.co/okIQhquVAj
— Saina Nehwal (@NSaina) July 14, 2022
সমর্থনের জন্য ধন্যবাদ জানান সাইনা
বিগত কয়েক বছর ধরেই খারাপ ফর্ম এবং ফিটনেসের বিরুদ্ধে লড়াই করছেন সাইনা। এর জেরেই এপ্রিলে কমনওয়েলথ গেমসের বাছাইপর্বেও অংশগ্রহণ করেননি সাইনা। সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্স একেবারেই আশানুরূপ হয়নি। তবে এই ম্যাচে দুরন্ত জয়ের মাধ্যমে খানিকটা হলেও, নিজের পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন কমনওয়েলথ গেমসে দুই বারের সোনাজয়ী সাইনা। কালই কোয়ার্টার ফাইনালে নামবেন তিনি। তার আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সমর্থনের জন্য সকলকে ধন্যবাদও জানান হায়দরাবাদের শাটলার। কোয়ার্টারের বাধা পেরিয়ে, সাইনা সেমিফাইনালে পৌঁছতে পারেন কি না, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু, এইচ এস প্রণয়






















