এক্সপ্লোর
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে স্মিথ, কামিন্স
এবারের অ্যাশেজ শুরু হওয়ার আগে টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বরে ছিলেন স্মিথ।

দুবাই: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান ও বোলারদের তালিকার শীর্ষেই থাকলেন দুই অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ ও প্যাট কামিন্স। সদ্যসমাপ্ত অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তাঁদের পয়েন্ট বেড়েছে। এবারের অ্যাশেজ শুরু হওয়ার আগে টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বরে ছিলেন স্মিথ। তাঁর পয়েন্ট ছিল ৮৫৭। তবে চারটি ম্যাচ খেলে ৭৭৪ রান করার সুবাদে তিনি এখন এক নম্বরে। তাঁর পয়েন্ট এখন ৯৩৭। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির চেয়ে ৩৪ পয়েন্টে এগিয়ে স্মিথ। প্রথম দশে বিরাট ছাড়াও আরও দুই ভারতীয় আছেন। চেতেশ্বর পূজারা আছেন চার নম্বরে এবং অজিঙ্কা রাহানে সাত নম্বরে। বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা কাগিসো রাবাডার চেয়ে ৫৭ পয়েন্টে এগিয়ে কামিন্স। এবারের অ্যাশেজে ২৯টি উইকেট নেন তিনি। এই পারফরম্যান্সের ফলেই পয়েন্ট বেড়েছে তাঁর। তৃতীয় স্থানে ভারতের জসপ্রীত বুমরাহ। প্রথম দশে আর কোনও ভারতীয় বোলার নেই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















