Harbhajan On Smriti Mandhana: কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারতীয় একাদশে স্মৃতি? কী বললেন ভাজ্জি?
Harbhajan On Smriti Mandhana: সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে হরমনপ্রীতদের। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচেই দল পেয়ে যাবে স্মৃতি মন্ধানাকে (smriti mandhana)।
কুইন্সটাউন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচ ভারতীয় মহিলা দলের কাছে ডু অর ডাই হতে চলেছে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে হরমনপ্রীতদের। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচেই দল পেয়ে যাবে স্মৃতি মন্ধানাকে। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংহ মনে করেন যে, স্মৃতি দলে ঢুকে পড়তে দলের ভারসাম্য বাড়বে, ব্যাটিং লাইন আপ আরও শক্তিশালী হবে।
হরভজন বলেন, ''সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম যে স্মৃতি আগের ম্যাচগুলো খেলতে পারেনি। কোয়ারেন্টিনে ছিল ও। মিতালিদের কাছে তৃতীয় ওয়ান ডে ম্যাচ ডু ম্যাচ। সেক্ষেত্রে স্মৃতি দলে ঢুকে পড়তে ওদের ব্য়াটিং লাইন আপ আরও অনেক শক্তিশালী হয়ে যাবে।''
টার্বুনেটর আরও বলেন, ''স্মৃতি শুধুমাত্র দলের ব্যাটিং লাইন আপের ভারসাম্যই বাড়াবে না। ও দলের লিডারশিপ গ্রুপেরও অন্যতম একজন সদস্য। ফলে ওর উপস্থিতি দলের জন্য় ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।''
উল্লেখ্য, কিছুদিন আগেই আইসিসির ২০২১ সালের বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন স্মৃতি মন্ধানা। অস্ট্রেলিয়ার এলিসা পেরির পর দ্বিতীয় একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার হওয়ার সম্মান দ্বিতীয়বার পেলেন মন্ধানা। এই মহিলা ভারতীয় দলের ওপেনার আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি প্লেয়ারের তালিকাতেও ছিলেন। কিন্তু নমিনেশন থাকলেও সেই ট্রফি জিততে পারেননি তিনি। তবে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলেন মন্ধানা।
ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার স্মৃতি। ২০২১ সালে ভারতের মহিলা ক্রিকেটের প্রথম গোলাপি বলের ক্রিকেটে একমাত্র শতরানকারী ছিলেন স্মৃতি। গত বছর ২২ ম্যাচে ৮৫৫ রান করেছেন ৩৮.৮৬ গড়ে। এর আগে ২০১৮ সালে আইসিসি ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার ও আইসিসি ওমেন্স ওয়ান ডে ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। স্মৃতিই বিশ্বের একমাত্র ক্রিকেটার, রান তাড়া করতে নেমে টানা ১০টি হাফসেঞ্চুরি রয়েছে যাঁর। এই রেকর্ড মহিলা ক্রিকেটে তো নয়ই, এমনকী পুরুষদের ক্রিকেটেও কারও নেই।