Ganguly Birthday Exclusive: মহৎ উদ্যোগ, সৌরভের পঞ্চাশতম জন্মদিনে ক্যান্সার আক্রান্ত শিশুদের উপহার বিলি
Ganguly Birthday: ঠাকুরপুকুরে ক্যান্সার হাসপাতালে গিয়েছিল সিএবির এক প্রতিনিধি দল। ক্যান্সার আক্রান্ত শিশুদের মধ্যে ফল, মিষ্টি, ফুল ও উপহার তুলে দেওয়া হল।
কলকাতা: শুক্রবার জীবনের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন সৌরভ গঙ্গোপাোধ্যায় (Sourav Ganguly)। তবে পঞ্চাশতম জন্মদিনে তিনি শহরে নেই। রয়েছেন লন্ডনে। সেখানেই পালিত হয়েছে তাঁর জন্মদিন।
কিন্তু সৌরভ বিলেতে রয়েছেন বলে তাঁর ক্রিকেটের আঁতুরঘর ইডেন গার্ডেন্স বিশেষ এই দিনে সেজে উঠবে না, তা আবার হয় নাকি! নীল-সোনালি বেলুন দিয়ে সাজিয়ে, কেক কেটে ইডেনে পালিত হল মহারাজের জন্মদিন। হাজির ছিলেন সৌরভের দাদা তথা সিএবির সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ভাইস প্রেসিডেন্ট নরেশ ওঝা, কোষাধ্যক্ষ তথা সৌরভের কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়, বন্ধু সঞ্জয় দাস। জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দেখানো হল সৌরভের বিখ্যাত সব ইনিংসের ঝলক।
সেই সঙ্গে সৌরভের জন্মদিনে নেওয়া হল এক মহৎ উদ্যোগও। ঠাকুরপুকুরে ক্যান্সার হাসপাতালে গিয়েছিল সিএবির এক প্রতিনিধি দল। ক্যান্সার আক্রান্ত শিশুদের মধ্যে ফল, মিষ্টি, ফুল ও উপহার তুলে দেওয়া হল। যা পেয়ে মারণরোগের সঙ্গে লড়াই করা কচিকাঁচাদের মুখে হাসি। তবে খালি হাতে উপহার নেয়নি তারা। দিয়েছে রিটার্ন গিফটও।
View this post on Instagram
কী সেই রিটার্ন গিফট? জন্মদিনের শুভেচ্ছা-সহ গ্রিটিংস কার্ড। যা খুদেরা নিজেদের হাতে করে প্রস্তুত করেছে। সঙ্গে ফুল। প্রিয় নায়ক সৌরভের জন্য। সিএবি-র প্রতিনিধি দলে ছিলেন বাংলার প্রধান নির্বাচক শুভময় দাস, পর্যবেক্ষক কমিটির সদস্য শ্রীমন্ত কুমার মল্লিক-সহ আরও কয়েকজন। এই উদ্যোগ নিয়ে খুশি সকলেই।
আরও পড়ুন: 'বাবাকে কোনওদিন এত স্নায়ুর চাপে ভুগতে দেখিনি', হার না মানা বন্ধু সৌরভের গল্প শোনালেন বৈশালি