Sourav Ganguly Exclusive: ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন কোহলি, কী বললেন দাদা?
Ind vs WI: তাঁদের দুজনের সংঘাত ভারতীয় ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছিল। ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে আচমকাই কি বরফ গলার ইঙ্গিত দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)?
কলকাতা: তাঁদের দুজনের সংঘাত ভারতীয় ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছিল। ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে আচমকাই কি বরফ গলার ইঙ্গিত দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ছন্দ হাতড়ে বেড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিন ম্যাচে তাঁর রান যথাক্রমে ৮, ১৮ ও ০। ইডেনে টি-টোয়েন্টি সিরিজে রানে ফেরা সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে কোহলির।
ফর্মে নেই কোহলি, ইডেনে রান পাবেন? মঙ্গলবার ইডেন পরিদর্শনে এসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট (BCCI) সৌরভ। ভারতীয় দল তখন প্র্যাক্টিস করছে। মাঠে ঢুকে সোজা বাইশ গজে যান সৌরভ। পিচ দেখেন। কথা বলেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও। ভারতীয় দলের নেটের দিকে গিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন সৌরভ। মাঠ ছেড়ে বেরনোর সময় এবিপি লাইভের প্রশ্নে বললেন, 'ও কিছু ব্যাপার নয়। সব ক্রিকেটারেরই এরকম সময় যায়। শীঘ্রই রান পাবে বিরাট।'
দুজনের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা, খারাপ সময়ে কোহলির পাশে দাঁড়ালেন রোহিত?
করোনা পরিস্থিতিতে ইডেনে বুধবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। তবে বাকি দুই ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে সিএবি। মঙ্গলবার সিএবি প্রেসিডেন্ট অভিষেক বললেন, 'আমরা প্রত্যেক স্ট্যান্ডের আপার টিয়ারে দর্শক বসানোর অনুমতি চেয়েছি। অনেকটা দূরে থাকায় তাতে সংক্রমণের আশঙ্কাও থাকবে না।' অভিষেক জানালেন, বুধবার প্রথম ম্যাচে ক্লাব হাউসের আপার টিয়ারের ১৯০০ পাস দেওয়া হচ্ছে। মূলত স্পনসরদের দেওয়া হবে সেই সব পাস।
পরের ম্যাচগুলিতে কি ইডেনে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে? সৌরভ বলছেন, 'আপাতত দুই ম্যাচে কোনও দর্শক থাকবে না। তারপর দেখা যাক।' যোগ করলেন, 'বুধবার ম্যাচের আগে ইডেন বেল বাজাবে প্রধান নির্বাচক চেতন শর্মা।'
রাত বাড়লেই ইডেনে আতঙ্ক, সামলানোর পরিকল্পনা তৈরি টিম ইন্ডিয়ার?