এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইনআপে ৪ নম্বরে পূজারাকে দেখতে চান সৌরভ
নয়াদিল্লি: টেস্টে ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে বিশ্বকাপের দলে দেখতে চাইছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপে ভারতের ব্যাটিং লাইনআপে চার নম্বরে সৌরভের প্রথম পছন্দ পূজারা। তাঁর ফিল্ডিং একটু দুর্বল বলে মেনে নিলেও, ব্যাটিংয়ের জন্যই বিশ্বকাপের দলে রাখার পক্ষে মতপ্রকাশ করেছেন সৌরভ।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলার মহারাজ বলেছেন, ‘আমার কথা অনেকেরই হয়তো অবিশ্বাস্য মনে হবে, অনেকে হাসতেও পারে। কিন্তু আমি মনে করি একদিনের ম্যাচে ভারতের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলা উচিত চেতেশ্বর পূজারার। তাঁর ফিল্ডিং একটু দুর্বল হলেও, তিনি দুর্দান্ত ব্যাটসম্যান। আমার দাবি শুনে অনেকেই অবাক হতে পারেন, কিন্তু সম্প্রতি ভারতীয় দলে যে ব্যাটসম্যানদের সুযোগ দেওয়া হয়েছে তাঁদের চেয়ে ভাল কাউকে চাইলে পূজারাই সেরা পছন্দ।’
পূজারার প্রশংসা করে সৌরভ আরও বলেছেন, ‘আমি বিশ্বাস করি, একদিনের ম্যাচে ভারতীয় দলের হয়ে রাহুল দ্রাবিড় যে ভূমিকা পালন করত, পূজারার সেটা করার ক্ষমতা আছে। তবে এটা আমার ব্যক্তিগত মত। আমি জানি, অনেকেই এ বিষয়ে আমার সঙ্গে একমত হবেন না। তবে একদিনের ম্যাচে অনেক সময় জমাট ব্যাটিং দরকার। সেক্ষেত্রে পূজারা কাজে লাগতে পারে। বিশেষ করে যখন ব্যাটিং অর্ডারে প্রথম তিন ব্যাটসম্যান প্রচুর রান করতে পারে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
ক্রিকেট
জেলার
Advertisement