Ganguly on Twitter: লর্ডসে বয়কটের সঙ্গে দেখা সৌরভের, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
প্রাক্তন ইংরেজ অধিনায়কের পাশে বসে খেলা দেখলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।
![Ganguly on Twitter: লর্ডসে বয়কটের সঙ্গে দেখা সৌরভের, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় Sourav ganguly with Boycott picture viral in twitter, get to know the reason Ganguly on Twitter: লর্ডসে বয়কটের সঙ্গে দেখা সৌরভের, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/12/88c88e41bbc89657b002d714756ee740_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: তাঁর অনবদ্য কভার ড্রাইভ দেখে আবেগ সামলাতে পারেননি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জিওফ্রে বয়কট। ধারাভাষ্য দিতে দিতে বলে উঠেছিলেন, 'প্রিন্স অফ ক্যালকাটা।'
তারপর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বিখ্যাত হয়ে ওঠেন 'প্রিন্স অফ ক্যালকাটা' নামে। বৃহস্পতিবার লর্ডসে সেই বয়কটের সঙ্গে দেখা হয়ে গেল সৌরভের। প্রাক্তন ইংরেজ অধিনায়কের পাশে বসে খেলা দেখলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। সৌরভ-বয়কটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এই মাঠ তাঁর কাছে এক অন্যরকম স্মৃতি বহন করে। ১৯৯৬ সালে এই মাঠেই তাঁর টেস্ট অভিষেক। আর অভিষেক ম্যাচেই চোখধাঁধানো সেঞ্চুরি ক্রিকেট রূপকথায় জায়গা করে নিয়েছে। পরে অধিনায়ক হিসাবেও এই মাঠে খেলেছেন। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির সেই ফাইনাল কেই বা ভুলতে পারে! রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর ঐতিহাসিক এই মাঠে তিনি জার্সি খুলে উড়িয়েছিলেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার লর্ডসে প্রবেশ করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে। ঐতিহ্যবাহী মাঠে বসে তিনি ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা দেখলেন। সেই সঙ্গে লর্ডসের স্মৃতিতে বিভোর থাকলেন ভারতের সর্বকালের অন্য়তম সেরা অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে জানালেন নিজের অনুভূতির কথা।
সৌরভ লিখলেন, '১৯৯৬ সালে খেলোয়াড় হিসাবে প্রথম এই মাঠে এসেছিলাম। তারপর অধিনায়ক হিসাবে এসেছি। আর আজ ক্রিকেট প্রশাসক হিসাবে লর্ডসে খেলা উপভোগ করলাম। ভারত সবসময়ই এখানে ভাল খেলে। ক্রিকেট দুর্দান্ত একটা খেলা।'
বৃহস্পতিবার লর্ডসে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বিরাট কোহলির ভারত। প্রথম দিনের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বোর্ড সভাপতি সৌরভকে বসে থাকতে দেখা যায়। তখন তিনি কথা বলছিলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার, তথা ধারাভাষ্যকার জিওফ্রে বয়কটের সঙ্গে। ম্যাচে ভাল জায়গায় ভারত। রোহিত শর্মা ও কে এল রাহুলের ব্যাটিং দৃঢ়তায় বড় ইনিংসের দিকে এগচ্ছে ভারত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)