এক্সপ্লোর
একদিনের ক্রিকেটে আইসিসি ক্রমতালিকায় একে উঠে এল দক্ষিণ আফ্রিকা

দুবাই: বাংলাদেশকে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে শতাধিক রানে হারিয়ে ভারতকে সিংহাসনচ্যুত করল প্রোটিয়াবাহিনী। আইসিসির একদিনের ক্রিকেটে সেরা ক্রমতালিকায় এক নম্বর স্থান থেকে নেমে গেল ভারতীয় ক্রিকেট দল। সেখানে পৌঁছে গেল প্রোটিয়ারা। পয়েন্টের মাপকাঠিতে অবশ্য দক্ষিণ আফ্রিকা ও ভারত রয়েছে একই জায়গায়, দুজনেই ১২০। কিন্তু দশমিক পয়েন্টের ভিত্তিতে পিছিয়ে পড়ল ভারত। দুইয়ে নেমে গেল। অস্ট্রেলিয়াকে ঘরোয়া সিরিজে ৪-১ ফলে হারানোর পর ভারত আইসিসি-র সেরা তালিকায় সর্বোচ্চ স্থানে উঠে গিয়েছিল। তবে সামনেই নিউজিল্যান্ড ভারত সফরে আসছে। ২২ অক্টোবর থেকে মুম্বইয়ে শুরু হবে তিনটি ম্যাচের একদিনের সিরিজ। তাতে জিতে ভারতের সামনে ফের একে উঠে আসার সুযোগ থাকছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















