এক্সপ্লোর
Advertisement
স্পিনাররাই টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণ করবেন, মত গম্ভীরের
নয়াদিল্লি: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আসন্ন টেস্ট সিরিজে স্পিনাররাই নির্ণায়ক ভূমিকা পালন করবেন বলে মনে করছেন গৌতম গম্ভীর। তাঁর মতে, ভারতের মতোই নিউজিল্যান্ড দলেও ভাল মানের স্পিনাররা আছেন। তাই সফরকারীদের মোটেই হাল্কাভাবে নেওয়া উচিত নয়।
আগামী বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু হচ্ছে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আজ গম্ভীর বলেছেন, ‘নিউজিল্যান্ড সবসময়ই কঠিন প্রতিপক্ষ। ওরা চিরকালই আন্ডারডগ হয়ে থাকে। কেউই ওদের বড় দল হিসেবে দেখে না। কিন্তু সব পরিস্থিতিতে ওরা ভাল পারফরম্যান্স দেখায়। এবারও নিউজিল্যান্ডের দলটা বেশ ভাল। তিন স্পিনার মিচেল স্যান্টনার, ইশ সোধি ও মার্ক ক্রেগ আছে। যে দলের স্পিনাররা ভাল বল করবে, সেই দলই সিরিজ জিতবে।’
এবারের দলীপ ট্রফিতে ইন্ডিয়া ব্লু দলের অধিনায়ক গম্ভীর ৮০ গড়ে ৩২০ রান করেছেন। তাঁর দলই চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু তা সত্ত্বেও জাতীয় দলের দরজা খোলেনি। এ বিষয়ে গম্ভীরের বক্তব্য, ‘আমি জাতীয় দলে নির্বাচিত হওয়ার কথা ভেবে খেলি না। আমার কাজ হল রান করে যাওয়া এবং দলকে জিততে সাহায্য করা। আমি সেটাই করছি। বাকিটা নির্বাচকদের হাতে। তাঁরা কী সিদ্ধান্ত নেবেন সেটা তাঁদের বিষয়।’
এবারের দলীপ ট্রফির ম্যাচগুলি হয়েছে দিন-রাতের এবং গোলাপী বলে। টেস্ট ম্যাচও গোলাপী বলে দিন-রাতের করার উদ্যোগ নিচ্ছে বিসিসিআই। তবে গম্ভীর টেস্টে এই বদলের পক্ষে নন। তাঁর মতে, টেস্টের বদলে টি-২০ এবং একদিনের ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement