Sports Highlights: নেমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, রোনাল্ডোর ইঙ্গিতপূর্ণ পোস্ট, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: নেমারকে কি দেখা যাবে পরের বিশ্বকাপে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা। খেলার দুনিয়ায় সারাদিন কী কী হল।
নতুন বল
বিশ্বকাপের (FIFA World Cup) ক্ল্যাইম্যাক্স হাজির। ৩২ দলের টুর্নামেন্টে আপাতত ৪ দল রয়েছে। চার সেমিফাইনালিস্ট - ক্রোয়েশিয়া, আর্জেন্তিনা, মরক্কো ও ফ্রান্স। বাকি আর ৪টি ম্যাচ। দুই সেমিফাইনাল, তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণকারী ম্য়াচ ও ফাইনাল।
আর সেই চার ম্যাচ খেলা হবে নতুন বলে! শেষ চার ম্যাচের জন্য বল বদলে ফেলল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। যে বলের নাম আল হিম। আরবি শব্দ। যার অর্থ, স্বপ্ন। বিশ্বকাপে এখনও পর্যন্ত সব ম্যাচ খেলা হয়েছে আল রিহলা বলে। যে আরবি শব্দের অর্থ, সফর। ৬০ ম্যাচ খেলা হয়েছে এই বলে।
নেমার-জল্পনা
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই আলোচনা শুরু হওয়া গিয়েছে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। কোচের পদ ছেড়েছেন তিতে। তাঁর জায়গায় কে? নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রের ভবিষ্যৎ কী?
তবে সবচেয়ে বেশি জল্পনা নেমারকে নিয়ে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, সরে দাঁড়ানোর কথা ভাবছেন নেমার। তিনি নিজে ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, 'আমি যদি বলি এটাই শেষ, তাহলে বলব তাড়াহুড়ো করে ফেলছি। তবে কোনও কিছু নিয়েই নিশ্চয়তা দিচ্ছি না।'
কী ইঙ্গিত রোনাল্ডোর?
নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রোনাল্ডো লেখেন, 'পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা আমার কে রিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। সৌভাগ্যবশত আমি আন্তর্জাতিক স্তরে বহু খেতাব জেতার পাশাপাশি পর্তুগালের হয়েও ট্রফি জিতেছি। গোটা বিশ্বে আমার দেশের মুখ উজ্জ্বল করাটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি এই স্বপ্ন সত্যি করার জন্য প্রচুর খেটেছি। ১৬ বছরের ধরে আমি পাঁচটি বিশ্বকাপে মহান খেলোয়াড়দের সঙ্গে কাঁধ কাঁধ মিলিয়ে পর্তুগালের হয়ে লড়েছি। সবসময় পর্তুগিজরা আমায় সমর্থন করেছে এবং আমিও দেশের হয়ে আমার সবটা উজার করে দিয়েছি। কখনও লড়াই থেকে পিছিয়ে আসিনি। তবে দুর্ভাগ্যবশত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় সেই স্বপ্ন সার্থক হয়নি। এই হতাশার মধ্যে হঠাৎ করেই কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।'
স্যামসনকে প্রস্তাব
জাতীয় দলে তিনি ব্রাত্য। মাঝে মধ্যে এক আধটা সিরিজে ডাক পান ঠিকই। তবে নিয়মিতভাবে নয়।
সেই সঞ্জু স্যামসনকে (Sanju Samson) লোভনীয় প্রস্তাব দিল আয়ার্ল্যান্ড ক্রিকেট বোর্ড। আইরিশদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করার প্রস্তাব দেওয়া হল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন স্যামসন।
চোটের ধাক্কা
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। আঙুলে চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। সেই সঙ্গে চোট না সারায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজা।
ভাইরাল পোস্ট
টেস্ট ক্রিকেটে তিনি ট্রিপল সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন। করুণ নায়ার (Karun Nair) সেই সময় ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্বক্রিকেটেরও বেশ পরিচিত নাম।
অথচ সেই করুণ নায়ার এখন কার্যত অন্ধকারে। জাতীয় দলের ধারেকাছে নেই। তাঁর রাজ্য দল কর্নাটক থেকেও বাদ পড়েছেন। সেই করুণ নায়ার একটা সুযোগের প্রার্থনা করলেন সোশ্যাল মিডিয়ায়। যে পোস্ট কার্যত ভাইরাল হল।
মেসির জবাব
বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা (Argentina)। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে। যে ম্যাচে গোল করে ও করিয়ে সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)।
যদিও ম্যাচের পর রেফারি মাতেও লাহোজকে নিয়ে বিরক্ত মেসি। ফিফার কাছে পরোক্ষে অভিযোগও জানিয়েছেন। পাশাপাশি মেসি ক্ষুব্ধ উগ ওয়েগহোর্স্টকে নিয়েও। যিনি ম্যাচে ২ গোল করে ডাচদের সমতায় ফেরান। ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে। তবে আর্জেন্তিনা শিবিরের অভিযোগ, মাঠে ক্রমাগত উত্যক্ত করেছেন ওয়েগহোর্স্ট।
ম্যাচের পর তখন মিক্সড জোনে কথা বলছিলেন মেসি। সামান্য দূর দিয়ে হেঁটে যাচ্ছিলেন ডাচ ফুটবলার। তাঁকে দেখেই মেজাজ হারান মেসি। চিৎকার করে ওঠেন, 'কী দেখছো, মূর্খ কোথাকার, কী দেখছো... ওদিকে চলে যাও। হাঁদা...'।