এক্সপ্লোর

Sports Highlights: বাংলার কোচ হচ্ছেন লক্ষ্মীরতন, ঋদ্ধির বঙ্গভূষণ, লভলিনার অভিযোগ, খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে

Top Sports News: সারাদিন খেলার দুনিয়ার কোথায় কী হল, সমস্ত খুঁটিনাটি জেনে নিন এক ঝলকে।

কলকাতা: বাংলা সিনিয়র দলের পরবর্তী কোচ হতে চলেছেন লক্ষ্মীরতন শুক্ল (Laxmi Ratan Shukla)। বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। বারবার কোচ বদলের জেরে হয়রানি শিকার লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain), বন্ধ অনুশীলন। খেলার মাঠের সারা দিনের সব খবর এক ঝলকে।  

বাংলার কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্ল!

বাংলার কোচ (Bengal Coach) হিসাবে সম্ভবত দায়িত্ব নিতে চলেছেন দলের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল। এখনও অবধি সরকারিভাবে সিএবির তরফে কিছু জানানো না হলেও, সবকিছু ঠিকঠাক মঙ্গলবারই (২৫ জুলাই) বাংলা কোচ হিসাবে লক্ষ্মীরতনের নামে শিলমোহর পড়তে চলেছে। এর সঙ্গে বাংলার ব্যাটিং পরামর্শদাতার হিসাবে দায়িত্ব নিতে চলেছেন দলের একদা কোচ ডব্লু ভি রমন (W V Raman)। তার আমলেই শেষবার বাংলার ঘরে ট্রফি এসেছিল। কোচ হিসাবে ২০১০-১১ মরসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জয়ের পর, ২০১১-১২ সালে বাংলাকে বিজয় হাজারে ট্রফি জিতিয়েছিলেন রমন। এবার দায়িত্ব বদলে তিনি ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায় দলের সঙ্গে কাজ করবেন বলে খবর।

তবে সম্ভবত বাংলার বোলিং পরামর্শদাতা হিসাবে নিজের কাজ চালিয়ে যাবেন শিবশঙ্কর পাল। বোলিং কোচ হিসাবে হালে প্রাক্তন তারকা বোলার অশোক দিন্দার নামও উঠে আসছিল। সিএবির অন্দরমহলের একাংশ পরবর্তী বোলিং কোচ হিসাবে দিন্দাকেই দেখতে চাইছেন বলে শোনা যাচ্ছে। তবে তাকে সম্ভবত বাংলা ক্রিকেটের 'ভিশন' প্রকল্পে কোচিং করানোর দায়িত্ব দেওয়া হবে। 

বঙ্গভূষণ পেয়ে আবেগতাড়িত ঋদ্ধি

বাংলার উপর অভিমান করে দল ছেড়েছেন ঋদ্ধিমান সাহা। আসন্ন ঘরোয়া মরসুমে খেলবেন ত্রিপুরার হয়ে। তাতে কী, দীর্ঘদিন দক্ষতার সঙ্গে বাংলার জার্সিতে ফুল ফুটিয়েছেন তারকা কিপার-ব্যাটার। সেই অবদানের জন্যই সোমবার বঙ্গভূষণ (Bangabhusan Award) সম্মানে সম্মানিত করা হল ঋদ্ধিকে।

আগেই ঋদ্ধিমানের পুরস্কার পাওয়ার বিষয়টি জানানো হয়েছিল। সেইমতোই নজরুল মঞ্চে সোমবার (২৫ জুলাই), আনুষ্ঠানিকভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) নিজের হাতে ঋদ্ধিমান সাহাকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন। এই সম্মান পেয়ে খানিকটা আবেগতাড়িত ঋদ্ধি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লেখেন, 'আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসনকে আমাকে এই সম্মানের অধিকারী মনে করার জন্য ধন্যবাদ জানাতে চাই। এটি পেয়ে আমি গর্বিত এবং এর জন্য আমি কৃতজ্ঞও বটে।'

কমনওয়েলথ গেমসের আগে লভলিনার অনুশীলন বন্ধ

কমনওয়েলথ শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগেই সোমবার (২৫ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গুরুতর অভিযোগ আনলেন অসমের বক্সার। তার দাবি বারংবার তার কোচ বদল করে তার প্রস্তুতিতে ব্য়াঘাত ঘটানো হচ্ছে। এমনকী তার দুই কোচের একজনকে কমনওয়েলথ 'ভিলেজ'-এর ভেতরের প্রবেশের অধিকার দেওয়া হয়নি, আর আরেকজনকে তো ভারতে ফেরতই পাঠিয়ে দেওয়া হয়েছে।

লভলিনা নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বারবার আমার কোচ, যারা আমায় অলিম্পিক্সে পদক জিততে সাহায্য করেছেন, তাদের সরিয়ে দিয়ে আমার (কমনওয়েলথের) প্রস্তুতিতে ব্যাঘাত ঘটানো হচ্ছে। আমার অনুশীলনে অনেক সমস্যা হচ্ছে এবং মানসিক হয়রানি তো হচ্ছেই। আমার কোচ সন্ধ্যা গুরুংজি কমনওয়েলথ ভিলেজের বাইরে রয়েছেন এবং ওনাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এর জেরে কমনওয়েলথ গেমসের আট দিন আগে আমার অনুশীলন বন্ধ হয়ে গিয়েছে। আরেক কোচকে তো ভারতই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার অনেক অনুরোধের পরেও এই ঘটনাটি ঘটছে।'

ডারবান ফ্রাঞ্চাইজির কোচ হলেন ক্লুজনার

সদ্যই দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগের (South Africa's T20 League) দলগুলির মালিকানা নির্ধারণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। নতুন টুর্নামেন্টের সবকয়টি দলই কিনেছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলির কর্ণধাররা। তাদের মধ্যে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ডারবানের দলটি (Durban Franchise) কিনেছেন।

দলগঠনের প্রক্রিয়া শুরু হতে এখনও খানিকটা সময় রয়েছে। পরের বছর অনুষ্ঠিত হবে এই লিগ। তবে বেশ আগেভাগেই, সোমবার (২৫ জুলাই) ডারবান ফ্রাঞ্চাইজির কোচ নির্ধারিত করে ফেলা হল। দক্ষিণ আফ্রিকার একদা তারকা অলরাউন্ডার, লান্স ক্লুজনারকে (Lance Klusener) এই দলের দায়িত্ব দেওয়া হয়েছে। লিগের সমস্ত দলগুলির মধ্যে সবার প্রথম কোচ ঘোষণা করা হল ডারবান ফ্রাঞ্চাইজিরই। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে।

ভারতের জয়ে ধোনির রেকর্ড ভাঙলেন অক্ষর

গতকাল সাত নম্বরে ব্যাট করতে নেমে অক্ষর ৩৫ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান এই বাঁহাতি অলরাউন্ডার। আর এরসঙ্গে সঙ্গেই সাত নম্বরে নেমে ওয়ান ডে ক্রিকেটে সফল রান তাড়া করার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির গড়লেন অক্ষর। এর আগে মহেন্দ্র সিংহ ধোনি জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০০৫ সালে ও ২০১১ সালে ইউসুফ পাঠান দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাত নম্বরে ব্যাট করতে নেমে তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন। ওই পজিশনে কোনও ভারতীয়র সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির ছিল ধোনি ও ইউসুফের দখলেই। কিন্তু এবার সেই রেকর্ডের মালিক অক্ষর। উল্লেখ্য, গতকালের ম্যাচে বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি।

গতকাল প্রথমে শাই হোপের দুরন্ত শতরানের ওপর ভর করে ও নিকোলাস পুরানের অর্ধশতরানে বোর্ডে ৩১১ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ধবন দ্রুত ফিরে গেলেও গিল ৪৩ রানের ইনিংস খেলেন। এরপর শ্রেয়স আইয়ার ৬৩ ও সঞ্জু স্যামসন ৫৪ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে ঝোড়ে অর্ধশতরান করে ম্যাচে ভারতের জয় নিশ্চিত করেন অক্ষর পটেল। আগামী ২৯ জুলাই সিরিজের তৃতীয় ম্যাচ। তবে প্রথম ২ ম্যাচ পরপর জিতে যাওয়ায় সিরিজ এরমধ্যেই পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। 

আরও পড়ুন: সিরিজ জিতে উচ্ছ্বাসে ভাসলেন শিখররা, দেখুন অন্দরমহলের ভিডিও

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Weather Update 3 July : সকাল থেকে রাত থামবেই না বৃষ্টি, বুধ-বৃহস্পতিতে ৫ জেলায় জারি কমলা সতর্কতা
সকাল থেকে রাত থামবেই না বৃষ্টি, বুধ-বৃহস্পতিতে ৫ জেলায় জারি কমলা সতর্কতা
Hathras Satsang Stampede: 'গোয়েন্দা' থেকে স্বঘোষিত ধর্মগুরু, তাঁর সাক্ষাতে গিয়েই হাথরসে পদপিষ্ট শতাধিক, কে এই 'ভোলেবাবা'?
'গোয়েন্দা' থেকে স্বঘোষিত ধর্মগুরু, তাঁর সাক্ষাতে গিয়েই হাথরসে পদপিষ্ট শতাধিক, কে এই 'ভোলেবাবা'?
Hathras Satsang Stampede: হাথরসে 'সৎসঙ্গ' চলাকালীন হুলস্থুল, পদপিষ্ট হয়ে শিশু-সহ ১১৬ জনের মৃত্যু
হাথরসে 'সৎসঙ্গ' চলাকালীন হুলস্থুল, পদপিষ্ট হয়ে শিশু-সহ ১১৬ জনের মৃত্যু
NEET-PG Row: জুলাই মাসেই হতে পারে NEET-PG, প্রশ্নফাঁস রুখতে নয়া ভাবনা কেন্দ্রের
জুলাই মাসেই হতে পারে NEET-PG, প্রশ্নফাঁস রুখতে নয়া ভাবনা কেন্দ্রের
Advertisement
ABP Premium

ভিডিও

Chopra News: জেসিবিকে সমর্থন করার পর TMC বিধায়ককে শোকজ করল জেলা TMC নেতৃত্ব। ABP Ananda LiveMamata Banerjee VS Govornor: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করলেন রাজ্য়পালKalimpong Flash Flood: বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, হড়পা বানে আটকে স্কুলের পুলকার! ABP Ananda LiveRecruitment Scam: করোনা কালে একদিনে ২৯ জনকে নিয়োগ, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের প্রথম চার্জশিট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update 3 July : সকাল থেকে রাত থামবেই না বৃষ্টি, বুধ-বৃহস্পতিতে ৫ জেলায় জারি কমলা সতর্কতা
সকাল থেকে রাত থামবেই না বৃষ্টি, বুধ-বৃহস্পতিতে ৫ জেলায় জারি কমলা সতর্কতা
Hathras Satsang Stampede: 'গোয়েন্দা' থেকে স্বঘোষিত ধর্মগুরু, তাঁর সাক্ষাতে গিয়েই হাথরসে পদপিষ্ট শতাধিক, কে এই 'ভোলেবাবা'?
'গোয়েন্দা' থেকে স্বঘোষিত ধর্মগুরু, তাঁর সাক্ষাতে গিয়েই হাথরসে পদপিষ্ট শতাধিক, কে এই 'ভোলেবাবা'?
Hathras Satsang Stampede: হাথরসে 'সৎসঙ্গ' চলাকালীন হুলস্থুল, পদপিষ্ট হয়ে শিশু-সহ ১১৬ জনের মৃত্যু
হাথরসে 'সৎসঙ্গ' চলাকালীন হুলস্থুল, পদপিষ্ট হয়ে শিশু-সহ ১১৬ জনের মৃত্যু
NEET-PG Row: জুলাই মাসেই হতে পারে NEET-PG, প্রশ্নফাঁস রুখতে নয়া ভাবনা কেন্দ্রের
জুলাই মাসেই হতে পারে NEET-PG, প্রশ্নফাঁস রুখতে নয়া ভাবনা কেন্দ্রের
India Monsoon Update : জুনের ঘাটতি মিটবে জুলাইতে ! বর্ষার রুদ্ররূপ দেখতে পারে দেশ, বন্যার আশঙ্কা এই রাজ্যগুলিতে
জুনের ঘাটতি মিটবে জুলাইতে ! বর্ষার রুদ্ররূপ দেখতে পারে দেশ, বন্যার আশঙ্কা এই রাজ্যগুলিতে
Kalyan Banerjee: লোকসভায় দু'হাত তুলে চু কিত কিত কল্যাণের, ৪০০ পার নিয়ে তীব্র কটাক্ষ BJP-মোদিকে
লোকসভায় দু'হাত তুলে চু কিত কিত কল্যাণের, ৪০০ পার নিয়ে তীব্র কটাক্ষ BJP-মোদিকে
Rituparna Sengupta : 'দুর্নীতির টাকা জানতেন না', ৭০ লক্ষ 'টাকা ফেরাতে চান ঋতুপর্ণা'
'দুর্নীতির টাকা জানতেন না', ৭০ লক্ষ 'টাকা ফেরাতে চান ঋতুপর্ণা'
Health News: ফুচকায় ক্যানসারের বিষ! খাবার হিসেবে অযোগ্য?  কী বলছে খাদ্য সুরক্ষা দফতর
ফুচকায় ক্যানসারের বিষ! খাবার হিসেবে অযোগ্য? কী বলছে খাদ্য সুরক্ষা দফতর
Embed widget