Sports Highlights: নীরজের রেকর্ড, আফগানদের জয়, আজ সারাদিনে খেলার মাঠে কী কী হল?
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: ফের নজির গড়লেন নীরজ চোপড়া। কাল টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে নিজের ১০০ তম ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। এশিয়া কাপে প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করল আফগানিস্তান। খেলার মাঠের সব খবরের এক ঝলক -
নীরজের রেকর্ড
কুঁচকির চোটের কারণে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলতে পারেননি বছর ২৪-র নীরজ চোপড়া। ২৬ অগাস্ট থেকে শুরু হয় ডায়মন্ড লিগ মিটিং। এই প্রতিযোগিতায় ফেরা নিয়ে এবার মুখ খোলেন টোকিয়ো অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনাজয়ী এই জ্যাভলিন থ্রোয়ার। নীরজের কথায়, 'চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে সরে যেতে বাধ্য হয়েছিলাম। আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম।'তবে নীরজ ঘনিষ্ঠ সুত্রের দাবি, এই মুহূর্তে বিদেশে পুনর্বাসন করছেন নীরজ। তাঁর কোচ ও সাপোর্ট স্টাফরাও সঙ্গে রয়েছেন। তবে সেই আফশোস সরিয়ে এবার লাউসান্নে ডায়মন্ড লিগে ৮৯.৮ মিটার দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়লেন তিনি। এটা তাঁর কেরিয়ারের তৃতীয় সেরা থ্রো। নিজের প্রথম প্রয়াসেই নীরজ এইদিন এই থ্রোটি করেন। এরপর দ্বিতীয় থ্রোয়ে ৮৫.১৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিল তাঁর জ্যাভলিন।
সেঞ্চুরি হাঁকাবেন কোহলি
ব্যাট হাতে প্রায় তিন বছর হতে চলল কোহলির ব্যাটে শতরান নেই। সমালোচনার ঝড় বয়ে গিয়েছে প্রাক্তন ভারতীয় তারকার ফর্মকে কেন্দ্র করে। অনেকে মনে করছেন কোহলির যা ফর্ম, তাতে তাঁর দলে জায়গা পাওয়া আর আগের মতো নিশ্চিত নয়। তবে পাকিস্তানের বিরুদ্ধেই আসতে চলেছে কোহলির সেঞ্চুরি। অবশ্য ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকাবেন কি না, তা সময়ই বলবে। কোহলি সেঞ্চুরি হাঁকাচ্ছেন ম্যাচের নিরিখে। পাকিস্তানের বিরুদ্ধেই কোহলি নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। তিনি মাঠে নামলেই ভারতীয় হিসাবে গড়ে ফেলবেন এক অনন্য রেকর্ড।
সচিনের স্মৃতিচারণ
ব্র্যাডম্যানের ১১৪তম জন্মবার্ষিকীতে সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় ব্র্যাডম্যানকে স্মরণ করে লেখেন, '২৭ অগাস্ট দিনটি গোটা ক্রিকেটবিশ্বের জন্য সবসময়ই একটি বিশেষ দিন। স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাটিং ক্রিকেটকে সামনের সারিতে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। উনি অতীতেও ক্রিকেটারদের অনুপ্রেরিত করেছেন এবং এখনও অনুপ্রেরিত করে চলেছেন। আপনার জন্মদিনে আপনার কথা খুব মনে পড়ছে স্যার ডন ব্র্যাডম্যান।'
জয় দিয়ে শুরু আফগানদের
জয় দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করল আফগানিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে একপেশে লড়াইয়ে হারিয়ে দিল মহম্মদ নবির দল। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ১০৫ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় আফগানিস্তান। ৫৯ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেন হাজরতউল্লাহ জাজাই ও রহমনউল্লাহ গুরবাজরা।