এক্সপ্লোর

Sports Highlights: যাদব-জুটিতে প্রোটিয়া বধ ভারতের, কেকেআর অধিনায়ক শ্রেয়স, খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।

কলকাতা: জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ড্র করল ভারত (IND vs SA)। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারের নাম ঘোষণা। খেলার দুনিয়ার সারাদিন।

ভারতের বিরাট জয়

এবেখায় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরে যাওয়ার পরই চাপে ছিল ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় ০-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত (IND vs SA)। বৃহস্পতিবার পরাজয় মানে সিরিজ হাতছাড়া হওয়া। সিরিজ অমীমাংসিত রাখতে হলে জিততেই হতো ভারতকে।

মরণ-বাঁচন পরিস্থিতিতে ভারত শুধু জিতলই না, জিতল রেকর্ড ব্যবধানে। ১০৬ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। ২০১৫ সালের পর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে আর কোনও টি-টোয়েন্টি সিরিজে হারেনি ভারত। সেই মিথ বজায় থাকল এবারও। সিরিজ শেষ হল ১-১ ব্যবধানে।

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর কুলদীপ যাদবের জন্মদিন। ২৯ পূর্ণ করলেন চায়নাম্যান স্পিনার। মাত্র ৭ বলের ব্যবধানে ৪ উইকেট, সব মিলিয়ে ১৭ রানে ৫ উইকেট নিলেন বিস্ময় স্পিনার। টি-টোয়েন্টি ক্রিকেটে কুলদীপের সেরা ফিগার এটাই। ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন সূর্যকুমার যাদব। দুই যাদবের দাপটে প্রোটিয়া-বধ ভারতের।

অনিশ্চিত রাবাডা

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি দক্ষিণ আফ্রিকার (IND vs SA) সেরা পেস অস্ত্র। কিন্তু সেই কাগিসো রাবাডা (Kagiso Rabada) কি ভারতের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজে খেলতে পারবেন?

ঘটনা হচ্ছে, রাবাডার ফিটনেস নিয়ে রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। দক্ষিণ আফ্রিকা শিবিরের দুশ্চিন্তা বাড়ছে কারণ, পেস বিভাগের আরও দুই অস্ত্র - অনরিক নখিয়া ও লুনগি এনগিডিও খেলতে পারবেন কি না, সংশয় রয়েছে। নখিয়া ছিটকেই গিয়েছেন। এনগিডির ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। 

কিন্তু রাবাডার আচমকা কী হল? ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে কিংসমিডে ডলফিনসের বিরুদ্ধে লায়ন্সের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার কথা ছিল ডানহাতি পেসারের। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে সেই ম্যাচ। কিন্তু তাঁর গোড়ালিতে চোট রয়েছে। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে কারণে মাত্র ৬ ওভার বল করেছিলেন। ১৬ নভেম্বর ছিল সেই ম্যাচ। তারপর থেকে এখনও মাঠের বাইরেই রয়েছেন রাবাডা। কতদিন মাঠের বাইরে থাকতে হবে রাবাডাকে? দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি। শুধু বলেছে, ওর ফিটনেস খতিয়ে দেখা হবে। তারপর নেওয়া হবে সিদ্ধান্ত।

নেতৃত্বে শ্রেয়স

পিঠের চোটের জন্য গত আইপিএলে (IPL) তিনি খেলতে পারেননি। তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক বেছে নিতে বাধ্য হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)।

তবে চোট সারিয়ে ফিট শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ভারতীয় দলে তিনি ফিরেছেন। বিশ্বকাপে খেলেছিলেন। শ্রেয়সেই হাতেই ফের নেতৃত্বের ব্যাটন তুলে দিল শাহরুখ খান-জুহি চাওলার দল। বৃহস্পতিবার কেকেআরের তরফে ঘোষণা করা হল, ২০২৪ সালে আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স।

শ্রেয়সের অনুপস্থিতিতে গত মরশুমে কেকেআরকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। তাঁকে নেতৃত্ব থেকে সরানো হলেও, একেবারে ক্ষমতাচ্যুত করা হয়নি। দলের সহ অধিনায়ক করা হয়েছে দিল্লির ক্রিকেটারকে।

হুডার দাপট

ঘরোয়া ক্রিকেটে পরপর দু'দিন এরকম দুই অঘটন দেখেছেন ভারতের ক্রীড়াপ্রেমীরা!

বুধবার শক্তিশালী তামিলনাড়ুকে হারিয়ে চমক দিয়েছিল হরিয়ানা। প্রথমবারের জন্য ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) ফাইনালে পৌঁছে গিয়েছে হরিয়ানা। তাও যুজবেন্দ্র চাহালকে ছাড়াই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ওয়ান ডে দলে রয়েছেন চাহাল। কোয়ার্টার ফাইনাল খেলেই তিনি উড়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে।

বৃহস্পতিবার বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় সেমিফাইনালেও চমক। ঘরোয়া ক্রিকেটে প্রবল শক্তিশালী দল কর্নাটককে হারিয়ে দিল রাজস্থান (Rajasthan vs Karnataka)। পৌঁছে গেল ফাইনালে। গোটা ম্যাচের পরতে পরতে নাটক। ২৮৩ রান তাড়া করতে নেমে একটা সময় ২৩/৩ হয়ে গিয়েছিল রাজস্থান। সকলে ধরেই নিয়েছিলেন যে, ময়ঙ্ক অগ্রবালদের ফাইনালে পৌঁছনো স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্য ইনিংস খেলে দেন দীপক হুডা। ১২৮ বলে ১৮০ রান করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত করেন কর্ণ লাম্বা। ৭৩ রানে অপরাজিত ছিলেন তিনি। চতুর্থ উইকেটে ২৫৫ রান যোগ করেন হুডা ও লাম্বা। ৩৮ বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। শনিবার ফাইনালে তাদের সামনে হরিয়ানা।

ওয়ার্নারের সেঞ্চুরি

আজ থেকেই পাকিস্তানের বিরুদ্ধে পারথে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া (AUS vs PAK 1st Test)। এই ম্যাচের আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। মিচেল জনসন তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। 'স্যান্ডপেপার গেট' কাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে প্রাক্তন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্রশ্ন তুলেছিলেন কেন ওয়ার্নার নিজের ইচ্ছেমতো টেস্টকে বিদায় জানানোর সুযোগ সুবিধা পাবেন। কেন তিনি ফর্মে না থাকলেও দলে সুযোগ পাবেন? 

ব্যাটের দ্বারাই তিনি সব সমালোচনার জবাব দিলেন। প্রথম টেস্টের প্রথম দিনেই শাহিন আফ্রিদি, ফাহিম আশরফদের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকান অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। নিজের শেষ টেস্ট সিরিজ়ের শুরুতেই ২১১ বলে ১৬৪ রানের ইনিংস খেলেন তিনি। এটি ওয়ার্নারের কেরিয়ারের ২৬তম শতরান। দিনের শেষ লগ্নে আমির জামালের বলে আউট হলেও, তিনি যে এখনও ফুরিয়ে যাননি, তা এই শতরানের মাধ্যমেই প্রমাণ করে দেন ওয়ার্নার।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

IND vs ENG Live: টি-২০-র পর ওয়ান ডে সিরিজেও ব্রিটিশ-বধ ভারতের, লাইভ আপডেট
টি-২০-র পর ওয়ান ডে সিরিজেও ব্রিটিশ-বধ ভারতের, লাইভ আপডেট
WhatsApp Fraud : ক্লিক না করেই হ্যাক হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ? কীভাবে বাঁচবেন 
ক্লিক না করেই হ্যাক হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ? কীভাবে বাঁচবেন 
LIC New Jeevan Anand Policy : দিনে ৪০ টাকা দিয়ে পান ২৫ লক্ষ টাকা, LIC এনেছে এই পলিসি
দিনে ৪০ টাকা দিয়ে পান ২৫ লক্ষ টাকা, LIC এনেছে এই পলিসি
Manipur Violence:  মণিপুরে বড় রদবদল !  মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন বীরেন সিং
মণিপুরে বড় রদবদল !  মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন বীরেন সিং
Advertisement
ABP Premium

ভিডিও

SSC Case: সুপ্রিম কোর্টে SSC মামলার শুনানি, কী বলছেন চাকরিপ্রার্থীরা? ABP Ananda liveSouth 24 Pargana News: 'ভীষণ আতঙ্কে আছি', মৈপীঠে বাঘের হামলার পরে আর কী বলছেন স্থানীয়রা?Maipith News: ধানক্ষেতে বনকর্মীর উপর লাফ, বাঘে-মানুষে রুদ্ধশ্বাস লড়াই মৈপীঠেManipur News: ২ বছর ধরে অশান্ত মণিপুর, অবশেষে ইস্তফা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs ENG Live: টি-২০-র পর ওয়ান ডে সিরিজেও ব্রিটিশ-বধ ভারতের, লাইভ আপডেট
টি-২০-র পর ওয়ান ডে সিরিজেও ব্রিটিশ-বধ ভারতের, লাইভ আপডেট
WhatsApp Fraud : ক্লিক না করেই হ্যাক হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ? কীভাবে বাঁচবেন 
ক্লিক না করেই হ্যাক হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ? কীভাবে বাঁচবেন 
LIC New Jeevan Anand Policy : দিনে ৪০ টাকা দিয়ে পান ২৫ লক্ষ টাকা, LIC এনেছে এই পলিসি
দিনে ৪০ টাকা দিয়ে পান ২৫ লক্ষ টাকা, LIC এনেছে এই পলিসি
Manipur Violence:  মণিপুরে বড় রদবদল !  মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন বীরেন সিং
মণিপুরে বড় রদবদল !  মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন বীরেন সিং
West Bengal Live Blog: বিচারের দাবিতে অভয়ার জন্মদিনে আর জি কর-চলো অভিযান, মোমবাতি জ্বালিয়ে তিলোত্তমাকে শ্রদ্ধা
বিচারের দাবিতে অভয়ার জন্মদিনে আর জি কর-চলো অভিযান, মোমবাতি জ্বালিয়ে তিলোত্তমাকে শ্রদ্ধা
Multibagger Stocks: ৫ টাকার স্টক ৮৫৫ টাকায়, ১ লাখ টাকা হয়েছে ১.৬৪ কোটি
৫ টাকার স্টক ৮৫৫ টাকায়, ১ লাখ টাকা হয়েছে ১.৬৪ কোটি
Stock Market Q3 Result : রেজাল্ট না দেখে কিনবেন না, আগামী সপ্তাহে ফল প্রকাশিত হবে Nykaa, HAL, VI, RVNL ছাড়াও এই কোম্পানিগুলির
রেজাল্ট না দেখে কিনবেন না, আগামী সপ্তাহে ফল প্রকাশিত হবে Nykaa, HAL, VI, RVNL ছাড়াও এই কোম্পানিগুলির
Stock Market News: সোমবার এই গ্রুপের স্টকে থাকবে দুরন্ত গতি ? অতীতে ঘটেছে একই ঘটনা
সোমবার এই গ্রুপের স্টকে থাকবে দুরন্ত গতি ? অতীতে ঘটেছে একই ঘটনা
Embed widget