Sports Highlights: বিতর্কিত রেফারিংয়ের ম্যাচে ড্র মোহনবাগানের, ভারতীয় মহিলাদের হার, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।
কলকাতা: আইএসএলে পিছিয়ে পড়েও ড্র মোহনবাগানের। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের মহিলা দলের কাছে হার ভারতের। অভিষেক সাইকা ইশাকের। খেলার দুনিয়ার সারাদিন।
পিছিয়ে পড়েও ড্র
ওড়িশা এফসি-র কাছে পাঁচ গোল হজম করতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant)। যুবভারতীতে সেই হারের জবাব দেওয়ার মোক্ষম সুযোগ হাতছাড়া করল মোহনবাগান। আইএসএলে (ISL) সবুজ মেরুন ব্রিগেডের জয়রথও থেমে গেল যুবভারতীতে। তবে নাটকীয় ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়েও ড্র করে অন্তত মুখরক্ষা করেছে সবুজ-মেরুন ব্রিগেড।
ম্যাচ শুরু হওয়ার আগেই বিরাট ধাক্কা খায় মোহনবাগান। ওয়ার্ম আপের সময় চোট পেয়ে ছিটকে যান হুগো বৌমাস। তার জেরে জেসন কামিংসকে দলে আনতে হয় মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দোকে।
দিনের শেষে মোহনবাগান শিবির সান্ত্বনা খুঁজতে পারে কারণ, খেলোয়াড়দের চোট, বিতর্কিত রেফারিংয়ের মতো প্রতিকূলতা সামলেও ওড়িশা এফসির বিরুদ্ধে কার্যত হারা ম্যাচ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেওয়া গিয়েছে। প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়ার পরে ৫৯ মিনিটে ব্যবধান কমান আর্মান্দো সাদিকু। সংযুক্ত সময়ের চার মিনিটে সমতা ফেরান তারকা স্ট্রাইকার। পাশাপাশি অবিশ্বাস্য ভঙ্গিমায় জোড়া গোল বাঁচিয়ে দেন বাগান গোলকিপার বিশাল কাইথ।
শেষ পর্যন্ত এক পয়েন্ট পেয়েই মাঠ ছাড়তে হল জুয়ান ফেরান্দোকে। অবশ্য ম্যাচের শেষে লাল কার্ড দেখলেন মোহনবাগানের (Mohunbagan) কোচ। ম্যাচের পর তুমুল ঝামেলা হল যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচের শেষে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য লাল কার্ড দেখেন ওড়িশার মরিসিও-ও।
হরমনপ্রীতদের হার
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হেরে গেল ভারত (IND W vs ENG W)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতকে ৩৮ রানে হারাল ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়েও গেল ইংল্যান্ড।
বাংলা ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে বুধবার দিনটি। কারণ, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পা রাখলেন সাইকা ইশাক (Saika Ishaque)। বাংলার ক্রিকেটারের অভিষেক হল ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচেই। বুধবার ম্যাচ শুরুর আগে সাইকার হাতে ভারতীয় দলের (Indian Womens Cricket Team) ক্যাপ তুলে দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দৃশ্যতই রোমাঞ্চিত দেখিয়েছে বাংলার তারুণীকে। সাইকার সঙ্গেই এদিন অভিষেক হল কর্নাটকের শ্রেয়াঙ্কা পাটিলের।
তবে অভিষেক ম্যাচ থেকে খুব একটা সুখস্মৃতি নিয়ে ফিরতে পারলেন না বঙ্গ তনয়া। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথম ওভারেই পরপর দুই বলে ইংরেজ ওপেনার সোফিয়া ডাঙ্কলি ও তিন নম্বরে নামা অ্যালিস ক্যাপসিকে ফিরিয়ে জোরাল ধাক্কা দেন রেণুকা সিংহ। তবে ২/২ হয়ে যাওয়া ইনিংসের হাল ধরেন ড্যানি ওয়াট ও ন্যাট স্কিভার ব্রান্ট। তৃতীয় উইকেটে ১৩৮ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাঁরা। ওয়াট ৪৭ বলে ৭৫ রান করেন। ন্যাট স্কিভার ব্রান্ট ৫৩ বলে ৭৭ রান করেন। রেণুকা ২৭ রানে ৩ উইকেট নেন। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ১৯৭/৬।
জবাবে ব্যাট করতে নেমে শেফালি বর্মা আগ্রাসী ব্যাটিং করেন। ৪২ বলে ৫২ রান করেন তিনি। শেফালি ছাড়া রান পেয়েছেন হরমনপ্রীত (২১ বলে ২৬) ও রিচা (১৬ বলে ২১ রান)। সিরিজে ০-১ পিছিয়ে গেল ভারত।
সমালোচিত মুশফিকুর
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অভিযোগে (Obstructing the field) আউট হলেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। যা নিয়ে মীরপুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হইচই পড়ে গেল।
বাংলাদেশ ইনিংসের ৪১তম ওভারে আউট হন মুশফিকুর। কাইল জেমিসনের একটি বলে রক্ষণাত্মক শট খেলার পর সেটি ডানহাত দিয়ে সরিয়ে দেন মুশফিকুর। নিউজ়িল্যান্ড তৎক্ষনাৎ আউটের আবেদন করে। তৃতীয় আম্পায়ার আহসান রাজা তাঁকে আউটই দেন।
মুশফিকুরের সমালোচনায় মুখর হন তামিম ইকবাল। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেন, '৮০-র ওপর টেস্ট ম্যাচ খেলা একজন ক্রিকেটারের জানা উচিত এটা করা যায় না। প্র্যাক্টিসের অভ্যাসে অনেক সময় এরকম হয়। নেটে বোলারকে এভাবে বল ফেরত দেওয়া ব্যাটারদের রেওয়াজ। হতে পারে মুশফিকুর অসচেতনভাবে এটা করেছে। হাত বাড়িয়ে ফেলেছে। কিন্তু সেটা কোনও অজুহাত হতে পারে না।'
মেসির মুকুটে নতুন পালক
বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার হিসাবে তাঁর নাম একেবারে শীর্ষ সারিতে থাকে। ব্যক্তিগত বিভাগে হোক বা দলগত বিভাগে, এমন কোনও পুরস্কার নেই যা লিওনেল মেসি (Lionel Messi) জেতেননি। তাঁর মুকুটে এবার নতুন পালক যুক্ত হল। টাইমস ম্যাগাজিনের বিচারে ২০২৩ সালের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন মেসি। এই পুরস্কার জিতে মেসি লেব্রন জেমস, অ্যারন জাজ়দের তালিকায় নিজের নাম লেখালেন। মেসিই প্রথম ক্রীড়াবিদ যিনি আমেরিকান না হয়েও এই পুরস্কার জিতলেন।
১৯২৭ সালের পর থেকে প্রায় ১০০ বছর ধরে টাইমস এই পুরস্কার দিয়ে থাকে। অবশ্য সেরা অ্যাথলিটের পুরস্কার দেওয়াটা মাত্র বছর চারেক আগেই শুরু হয়েছে। লিওনেল মেসি এই মরশুমেই আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দিয়েছেন। তাঁর দলে যোগ দেওয়ার ইতিমধ্যেই ইন্টার মায়ামির ঘরে ট্রফিও ঢুকেছে। আমেরিকান ক্লাবের হয়ে তাঁর এই পারফরম্যান্সের জন্যই তাঁকে সেরা ক্রীড়াবিদের সম্মান দেওয়া হল। এই পুরস্কার পাওয়ার দৌড়ে মেসির পাশাপাশি নোভাক জকোভিচ, আরলিং হালান্ড, কিলিয়ান এমবাপেরাও ছিলেন। তবে তাঁদের হারিয়ে সেরার শিরোপা জিতলেন মেসিই।
বিদ্যুৎহীন অশ্বিনের এলাকা
ঘূর্ণিঝড় মিগজাউমে বিধ্বস্ত দক্ষিণ ভারতের তামিলনাড়ু (Tamil Nadu), অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মতো রাজ্যগুলি। জলমগ্ন রাস্তাঘাট, নেই বিদ্যুৎও, মোবাইল নেটওয়ার্ক। মিগজাউমের (Cyclone Michaung) প্রভাবে বিধ্বস্ত আর অশ্বিনের (R Ashwin) এলাকাও। প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা ছাড়াই কাটাতে হল ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে।
মঙ্গবারের পর থেকে তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের প্রভাব কমলেও, রাজধানী চেন্নাইয়ে এখনও স্তব্ধ জনজীবন। আর অশ্বিনও তামিলনাড়ুর রাজধানীতেই থাকেন। তাঁকেও বিদ্যুৎ ছাড়াই দিন কাটাতে হচ্ছে। অসহায় অশ্বিন সোশ্যাল মিডিয়ায় নিজের পরিস্থিতির কথা জানিয়ে লেখেন, 'আমার এলাকাতেও প্রায় ৩০ ঘণ্টা হয়ে গেল, কোনও বিদ্যুৎ সংযোগ নেই। যতদূর সম্ভব সিংহভাগ জায়গাতেই ছবিটা একই। জানি না আমাদের হাতে এর অন্য কোনও বিকল্প আদৌ আছে কি না।'