এক্সপ্লোর

Sports Highlights: কেরিয়ারের শেষ লগ্নে এক চোখে খেলেছেন এ বি? হকিতে ভারতের হার, খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।

কলকাতা: সন্তানের লাথিতে এক চোখে দৃষ্টিশক্তি কার্যত হারিয়েছিলেন এ বি ডিভিলিয়ার্স। হকির যুব বিশ্বকাপে স্পেনের কাছে হার ভারতের। ভারতীয় দলের বিমানে কে ওই রহস্যময়ী নারী? খেলার দুনিয়ার সারাদিন।

অকাল অবসরের রহস্য

তিনি দক্ষিণ আফ্রিকা (South Africa) ক্রিকেটের কিংবদন্তি। প্রোটিয়াদের ক্রিকেটকে এক অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন। অবিশ্বাস্য সব ইনিংস খেলেছেন ব্যাট হাতে। উইকেটের চারপাশে শট খেলতে পারতেন বলে তাঁর নামকরণই হয়ে গিয়েছিল, মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।

তিনি এ বি ডিভিলিয়ার্স (AB de Villiers)। অবসর নেওয়ার সময়ও ছিলেন দুরন্ত ছন্দে। কেন তিনি ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন, অনেকের মনেই সেই প্রশ্ন তৈরি হয়েছিল। এবার নিজের অবসরের আসল কারণ জানালেন এবিডি স্বয়ং। যে কারণ জেনে হতবাক অনেকে।

ডিভিলিয়ার্স জানিয়েছেন, কেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে অকালেই বিদায় জানিয়েছিলেন। জানিয়েছেন, কেরিয়ারের শেষ কয়েকটা বছর রেটিনার ভয়ঙ্কর সমস্যা নিয়ে খেলে গিয়েছেন তিনি।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ডিভিলিয়ার্স। তবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলেছেন এ বি। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলে সাফল্যের সঙ্গে খেলে গিয়েছেন ডিভিলিয়ার্স। তবে শারীরিক প্রতিবন্ধকতা সামলে খেলতে হয়েছিল তাঁকে। যার রেশ পড়েছিল শেষ দু'বছরে তাঁর পারফরম্যান্সেও।

ডিভিলিয়ার্স বলেছেন, 'আমার সন্তান দুর্ঘটনাবশত তার পা দিয়ে আমার চোখে লাথি মেরেছিল। ডান চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছিলাম। আমার চোখে যখন অস্ত্রোপচার করা হয়, চিকিৎসক জানতে চেয়েছিলেন ক্রিকেট খেলছিলাম কীভাবে? সৌভাগ্যবশত কেরিয়ারের শেষ দু'বছর আমার বাঁ চোখ যথেষ্ট সাহায্য় করেছে।'

হকিতে হার

হকি (Hockey) যুব বিশ্বকাপে স্পেনের কাছে বড় ব্যবধানে হেরে গেল ভারত (India vs Spain)। চার গোল খেল ভারতের যুব দল। লিগ তালিকায় তিন নম্বরে নেমে গেল ভারত। আগের ম্যাচেই দক্ষিণ কোরিয়াকে চার গোল দিয়েছিল ভারত। কিন্তু বৃহস্পতিবার নিজেরাই চার গোল খেল। স্পেনের বিরুদ্ধে ম্যাচ হেরে গেল ১-৪ গোলে।

বিস্ফোরক গুজরাত কর্তা

ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) ভারত ট্রফি না জিতলেও, বল হাতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। প্রথম চারটি ম্যাচ না খেলেও মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়েছিলেন। আসন্ন আইপিএলে মহম্মদ শামির (Mohammed Shami) ভূমিকা যে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বলার অপেক্ষা রাখে না।

কিন্তু শামিকে নিয়ে কি আরও বড় নাটক অপেক্ষা করে রয়েছে? শামিকে দলে পেতে কি নিয়ম ভেঙে আড়ালে আবডালে কথাবার্তা শুরু করেছে কোনও ফ্র্যাঞ্চাইজি?

এমনই বিস্ফোরক অভিযোগ করলেন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) কর্তা। আইপিএল আত্মপ্রকাশেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত। গত আইপিএলেও ফাইনালে উঠেছিল। তবে আগামী আইপিএলের আগে অনৈতিকভাবে মহম্মদ শামিকে দলে টানার যে চেষ্টা করা হচ্ছে, ইঙ্গিত দিয়েছেন গুজরাত টাইটান্সের চিফ অপারেটিং অফিসার (COO)।

কে ওই রহস্যময়ী মহিলা?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই হীরের দেশে পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা (Team India)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে। আর সেই সিরিজ খেলতে যাওয়ার পথে বিমানে তোলা একটি ছবি হইচই ফেলে দিল।

ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার রিঙ্কু সিংহ নিজের ইন্সটাগ্রামে সতীর্থদের সঙ্গে বিমান থেকে একটি ছবি শেয়ার করেছিলেন বুধবার। সেখানে দেখা গিয়েছিল এক মহিলাকেও। ওই ছবি দেখার পর থেকে নেট দুনিয়ায় খোঁজ শুরু হয়ে যায়, কে ওই মহিলা?

রিঙ্কু সিংহের শেয়ার করা যে ছবি নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে তাতে রিঙ্কু ছাড়াও আছেন কুলদীপ যাদব, তিলক বর্মা, অর্শদীপ সিংহ, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং আরও দুই সাপোর্ট স্টাফ। আর তাঁদের সঙ্গে দেখা গিয়েছে এক মহিলাকেও। এরপর থেকেই অনেকেই বলাবলি করছেন ওই মহিলাকে নিয়ে। তিনি কি রিঙ্কুর বান্ধবী? কারও কারও মনে হয়েছে, ওই মহিলা হয়তো উড়ান সংস্থার কোনও কর্মী।

যদিও জানা গিয়েছে ওই মহিলার আসল পরিচয়। রিঙ্কুদের বিমানে ওই অজ্ঞাত মহিলা আসলে রজল অরোরা। তাঁর ইন্সটাগ্রাম বায়ো বলছে, তিনি ভারতীয় দলের এবং আইপিএলের ডিজিটাল ও মিডিয়া ম্যানেজার।

আমন্ত্রিত সচিন-কোহলি

অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। নতুন বছরেই পুণ্যার্থীদের জন্য খুলে যাচ্ছে অযোধ্য়ার রাম মন্দিরের (Ayodhya Ram Temple) দরজা। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ঝশ শদ্গ) নিজে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন মন্দিরের গর্ভগৃহে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)।

লোকসভা ভোটের আগেই উদ্বোধন হচ্ছে রাম মন্দিরের (Ram Mandir)। ২২ জানুয়ারি রাম লালার মন্দিরের প্রধান উদ্বোধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন সাজ সাজ রব অযোধ্যা (Ayodhya) জুড়ে। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। যাঁদের মধ্যে রয়েছেন নামী খেলোয়াড়, ধনকুবের শিল্পপতি, বলিউডের তারকা, সাংবাদিক, কবিরাও। তালিকায় কারা রয়েছেন?

শোনা যাচ্ছে, রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা অমিতাভ বচ্চন, রামানন্দ সাগরের ‘রামায়ণে’ রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এবং সীতা দীপিকা চিখিলিয়াদের।

ট্রলি মাথায় দৌড়

রবিবার, ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজ় (IND vs SA)। তিন ফর্ম্যাটের সিরিজ় খেলতে রামধনুর দেশে পৌঁছে গেল ভারতীয় দল (Indian Cricket Team)। তবে দক্ষিণ আফ্রিকায় নেমেই গণ্ডগোল। প্রবল বৃষ্টির মুখে পড়লেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়ালরা।

সম্প্রতি বিসিসিআইয়ের (BCCI) তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে টিম ইন্ডিয়ার এদেশ থেকে দক্ষিণ আফ্রিকা সফরের বিভিন্ন ক্লিপিংস দেখা যাচ্ছে। ওই ভিডিওতেই দেখা যায় ভারতীয় দলকে স্বাগত জানাতে ডারবান বিমানবন্দরে প্রচুর লোক জমা হয়েছিল। তবে বিমানবন্দর থেকে বাসে ওঠার সময়ই বৃষ্টির কবলে টিম ইন্ডিয়া। বাধ্য হয়েই যশস্বীরা ট্রলি মাথায় নিয়েই জোর দৌড় লাগালেন। 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Team India Flight: ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
Hemant Soren: ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
Narendra Modi in Space: মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
Mamata Banerjee: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
Advertisement
ABP Premium

ভিডিও

Saugata Roy: জয়ন্তর গ্রেফতারিতে পুলিশকে কৃতিত্ব সৌগতর। ABP Ananda LiveKolkata Update: নামমাত্র ভাড়ায় ক্লাবকে রবীন্দ্র সরোবরের জমি, স্থিতাবস্থার নির্দেশ হাইকোর্টের।Birbhum News: মাথা কেটে নেওয়ার হুমকি, দাপুটে তৃণমূল কর্মী বুলেট মির্জার দাদাগিরির ভিডিও ভাইরাল।Barrackpore News: 'এখনও হুমকি দিচ্ছে জয়ন্ত সিং গ্যাং', অভিযোগ দায়ের আক্রান্তের বোনের। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Team India Flight: ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
Hemant Soren: ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র
Narendra Modi in Space: মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
মহাকাশ অভিযানে যাবেন মোদি! আশাবাদী ISRO প্রধান, কংগ্রেস বলল...
Mamata Banerjee: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Team India Victory Parade Live: বৃষ্টি ও ট্রাফিকের জন্যই পিছিয়ে যাচ্ছে প্যারেডের সময়, এখনও বিমানবন্দরেই রোহিতরা
বৃষ্টি ও ট্রাফিকের জন্যই পিছিয়ে যাচ্ছে প্যারেডের সময়, এখনও বিমানবন্দরেই রোহিতরা
Embed widget