Sports Highlights: ঋদ্ধির আইপিএল প্রস্তুতি শুরু, এক ফ্রেমে সৌরভ-পন্টিং, এক নজরে খেলার সারাদিন
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।
কলকাতা: আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন ঋদ্ধিমান সাহা। কোটলায় এক ফ্রেমে ধরা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং। এক নজরে খেলার সারাদিনের সব খবর।
এক ফ্রেমে দুই কিংবদন্তি
৩১ মার্চ থেকে হতে চলেছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। ১ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তার আগে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিপর্ব। এতদিন পর্যন্ত ক্যাপিটালসের নবনিযুক্ত ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অধীনে ফ্রাঞ্চাইজির ক্রিকেটাররা অনুশীলন সারছিলেন। ইডেনে আয়োজিত হয়েছিল সেই ক্যাম্প। তবে মরসুম শুরুর আগে দিল্লির কোটলায় অনুশীলন শুরু করে দিল ক্যাপিটালস।
দলের কোচ রিকি পন্টিংও (Ricky Ponting) ক্যাম্পে সদ্যই যোগ দিয়েছেন। সৌরভ ও পন্টিং এক সময়ের প্রবল প্রতিপক্ষ ছিলেন। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়ার নেতৃত্বেও ছিলেন এই দুই কিংবদন্তি। তবে সেইসব দিন এখন অতীত। প্রতিদ্বন্দ্বিতা তো নেই, বরং দিল্লির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি দেখলে তাঁরা যে একদা প্রতিপক্ষ ছিলেন, তা বোঝাও দেয়। কোটলায় সৌরভ ও পন্টিং একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুললেন।
ঋদ্ধির অনুশীলন শুরু
জাতীয় দলে তিনি ব্রাত্য। নিজের রাজ্য দল বাংলার হয়েও খেলেন না এখন। তবে এখনও আইপিএলের গ্রহে তাঁকে দেখা যায়। তিনি ঋদ্ধিমান সাহা। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা উইকেট কিপারদের তালিকায় প্রথম সারিতেই থাকবেন শিলিগুড়ির পাপালি। আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে খেলেন। গতবার দলকে চ্যাম্পিয়ন করতে তাঁর অবদানও ছিল সমান। নতুন মরসুম শুরুর আগে অনুশীলনে নেমে পড়েছেন ঋদ্ধি।
গত রবিবারই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিয়েছেন ঋদ্ধিমান। প্রথম দিনের অনুশীলনের পর সোশ্য়াল মিডিয়ায় অভিজ্ঞ এই উইকেট কিপার ব্য়াটার বলেন, ''নতুন মরসুম শুরুর আগে প্রথম দিন অনুশীলন করলাম। কিছুক্ষণ উইকেটকিপিং অনুশীলন করলাম। তার পর ব্যাটিং অনুশীলন করলাম। কিছুটা দৌড়লাম। বেশ ভাল লাগল। অনেকের সঙ্গে দেখা হল। প্রতি দিন উন্নতি করতে হবে আমাদের। ব্যক্তিগত ভাবে এবং দলগত ভাবে। আশা করছি এ বারও ভাল ফল হবে।''
নতুন অধিনায়ক এমবাপে
কাতার বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্রান্সের বিশ্বজয়ী অধিনায়ক উগো লরিস। তারপর কাকে দলের অধিনায়ক করা হবে, সেই নিয়ে জল্পনা চলছিলই। অনেক বিশেষজ্ঞই কিলিয়ান এমবাপেকে দৌড়ে এগিয়ে রাখছিলেন। জল্পনা মতোই কিলিয়ান এমবাপেকেই শেষমেশ অধিনায়ক নির্বাচিত করা হল।
দিদিয়ের দেশঁর সঙ্গে কথা বলার পরেই এমবাপে ফ্রান্সের অধিনায়ক হতে রাজি হন। মাত্র ২৪ বছক বয়সেই ফরাসি তারকা স্ট্রাইকারকে দলের অধিনায়ক করা হল। ফ্রান্স ফুটবলের তরফে এমবাপের নতুন অধিনায়ক হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে লেখে, 'দিদিয়ের দেশঁ কিলিয়ান এমবাপেকে লে ব্লাঁর নতুন অধিনায়ক নির্বাচিত করেছেন। আঁতোয়াঁ গ্রিজম্য়ানকে সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।'
অনুশীলনে নামলেন না রাসেল
ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ইডেনের গেটের বাইরে দাঁড়িয়ে প্রদীপ শীল। বয়স ৭০ ছুঁইছুঁই। বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী। একটা সময় চুটিয়ে ক্রিকেট খেলতেন। সময়ের নিয়মে ও বয়সের ভারে সে সব এখন অতীত। কিন্তু ক্রিকেট আদ্যোপান্ত প্রাণ। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। তাই ইচ্ছে থাকলেও টিকিট কেটে আইপিএল ম্যাচ দেখতে আসার সামর্থ্য নেই। বার্ধক্য জনিত সমস্যা শরীরে বাসা বেঁধেছে। তবে ক্রিকেটে টানে ও বিশেষ করে আন্দ্রে রাসেলের টানে চলে এসেছেন ইডেনে। কিন্তু ভেতরে ঢুকবেন কীভাবে বুঝতে পারছিলেন না। প্রশ্ন করতেই বললেন, ''শুনেছি কলকাতা নাইট রাইডার্স নাকি প্র্যাক্টিস করছে। রাসেলকে আমার খুব ভাল লাগে। ওঁকে একবার দেখতে চাই...'' তিন বছর পর নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। যে দলের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখন আন্দ্রে রাসেলই। আট থেকে আশি, এখনও যে তাঁর ব্যাটিং তাণ্ডবের মজে তা আরও একবার বোঝা গেল।
প্রথম দিনের অনুশীলনে তাঁর দেখা পাওয়া যায়নি। দ্বিতীয়দিন তাই সবার ফোকাস ছিল তাঁর দিকেই। দিনের অনুশীলনে অবশ্য ইন্ডোরেই গা ঘামালেন ক্যারিবিয়ান সুপারস্টার। বেরিয়ে যাওয়ার সময় গুটিকয়েক সাংবাদিক ও শ খানেক নাইট সমর্থক। রাসেলকে দেখতে পেয়েই সমর্থকদের চিৎকার। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই বৃষ্টি শুরু। তবুও প্রিয় দলের প্রিয় তারকা যখন শহরে, তখন তাঁকে দেখার তো বাড়তি টান থাকবেই। তাই বৃষ্টি উপেক্ষা করেই কিছু নাইট সমর্থক ইডেনে এসেছিলেন। কড়া বেষ্টনী টপকে আসা অসম্ভব। তাই দূর থেকেই রাসেলকে দেখে উল্লাসে ফেটে পড়েন তাঁরা।
অনন্য স্বীকৃতি
প্রথম ভারতীয় মহিলা হকি প্লেয়ার হিসেবে অনন্য সম্মান। রায়বরেলিতে এবার ভারতের তারকা মহিলা হকি প্লেয়ার রানি রামপালের নামে নামকরণ হচ্ছে হকি স্টেডিয়ামের। 'এমসিএফ রায়বরেলি হকি স্টেডিয়ামের নাম বদলে রানি গার্লস হকি টার্ফ নামকরণ করা হচ্ছে। রানি রামপাল নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে প্লেয়ারদের সঙ্গে কথা বলছেন তিনি। স্টেডিয়ামের উদ্বোধন করতেও দেখা যাচ্ছে তাঁকে।
রানি বলেন, ''এটা আমার কাছে গর্বের ও আবেগপ্রবণ মুহূর্ত। আমিই প্রথম মহিলা হকি প্লেয়ার যাঁর নামে একটা স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে। আমি এটা গোটা দলকে উৎসর্গ করছি। আশা করি পরবর্তী প্রজন্ম অনুপ্রেরণা পাবে।'' উল্লেখ্য, ২০২১-২২ মরসুমে বেলজিয়ামের বিরুদ্ধে মহিলা হকি প্রো লিগে শেষবার খেলেছিলেন। সেটিই ছিল দেশের জার্সিতে রানির ২৫০ তম ম্য়াচ। টোকিও অলিম্পিক্সের পর থেকেই চোট আঘাত সমস্য়ায় ভুগছিলেন রানি। ২০২২ সালের কমনওয়েলথ স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন রানি।
আরও পড়ুন: আমদাবাদে বসবে ফাইনালের আসর? কবে থেকে শুরু ২০২৩ বিশ্বকাপ?